চুয়াডাঙ্গায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শিবনগর গ্রামে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলো-মামুন (১২) ও তামিম (১০)। সম্পর্কে তারা চাচাত ভাই। এ ঘটনায় তামিমের বাবা গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশংকাজনক।
স্থানীয় গ্রামবাসীর বরাত দিয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম জানান, শুক্রবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শিবনগর গ্রামের মেন্দার বিলে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতের ঘটনায় মামুন ও তামিম নিহত হয়। এ ঘটনায় নিহত তামিমের বাবা আতিয়ার রহমান আহত হন।
নিহত মামুন শিবনগর গ্রামের মতিয়ার রহমানের ছেলে ও নাটুদহ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। তামিম একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে এবং শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ৫-৬ জন পার্শ্ববর্তী মেন্দার বিলে মাছ ধরতে যায়। রাত সাড়ে ৮টার দিকে বজ্রপাতের ঘটনা ঘটলে মামুন, তামিম ও তামিমের বাবা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মামুন ও তামিম মারা যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জারি
টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বইছে চুয়াডাঙ্গায়। তাপদাহের কারণেবিস্তারিত পড়ুন
চুয়াডাঙ্গায় আগুনে পুড়ল কৃষকের ছাগল ও ভুট্টা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় অগ্নিকাণ্ডে আব্দুল আজিজ (৫০) নামে একবিস্তারিত পড়ুন
চুয়াডাঙ্গার সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সুলতানপুর বিজিবি টহলদল সীমান্তের পাকারাস্তাবিস্তারিত পড়ুন