জগন্নাথ ছাত্রলীগের ‘রাস্তা দখল’, কাদেরের নিন্দা
১৪ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন। ক্যাম্পাসে সাজ সাজ রব। স্বাভাবিকের চেয়ে আয়োজনরা একটু বেশি আড়ম্বরপূর্ণ। ক্যাম্পাসের বাইরেও বসানো হয় তোড়ন। আর তাতে রুদ্ধ সাধারণের চলার পথ।
জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার পর এখন পর্যন্ত আর সম্মেলন হয়নি ছাত্রলীগে। সবশেষ সম্মেলন হয়েছিল ২০০৩ সালে। তখন সেটা ছিল জগন্নাথ কলেজ।
এবার সম্মেলনকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতারা তাদের নিজ নিজ কর্মীদের নিয়ে সকাল থেকেই ক্যাম্পাসে স্লোগান আর মিছিলে মুখর করেছে। এক পর্যায় তারা ক্যাম্পাস ছেড়ে গুলিস্তান-সদরঘাট সড়কে বেরিয়ে পরেন। মিছিলের কারণে সড়কের এক পাস পুরো বন্ধ হয়ে যায়।
প্রায় দুই ঘন্টা গুলিস্তান-সদরঘাট সড়ক আটকে থাকায় পুরান ঢাকার বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হয়। ফলে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হন।
দিনভর মানুষের এই ভোগান্তি চোখে পড়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরেরও। তিনি এই সম্মেলনে প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে। ছাত্রলীগ নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরির কঠোর সমালোচনা করলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘সম্মেলনকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগ দেড় কিলোমিটারের মত রাস্তা দখল করেছে। এটা আমি ছাত্রলীগের কাছে আশা করি না। কত মানুষ কষ্ট পেয়েছে, কত মানুষ আজকে জরুরি কাজে গিয়ে রাস্তায় বাধাগ্রস্ত হয়েছে, হতে পারে কোন রোগী হাসপাতালে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হচ্ছে।’
পথচারীদের কষ্ট হতে পারে এটা বিবেচনায় রাখা উচিত ছিল-এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘হতে পারে কোনো নারী তার অসুস্থ ছেলে মেয়েকে হাসপাতালে দেখতে যেতে গিয়ে রাস্তায় আটকা পড়েছে, কোনো বৃদ্ধ গরমের মধ্যে রাস্তায় চাতকের মত জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে, কখন এই যানজটের অবসান ঘটবে। যারা যানজটে আটকা পড়লো তারা তো তোমাদেরও আপনজন, পরিবারের লোক হতে পারে, তাহলে কেন তাদের কষ্ট দিলে?’।
আওয়ামী লীগ নেতা বলেন, ‘নেতা হবে, কিন্তু নেতা হতে গিয়ে স্লোগানমুখর করে রাস্তাতে জনগণকে দুর্ভোগে ফেলে দেবে, কষ্ট দেবে, এটা আমি তোমাদের কাছে আশা করি না।’
ছাত্রলীগের কোনো কোনো কর্মীর অপতৎপরতায় সরকারের ভাব মুর্তি ক্ষুণ্ন হয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রলীগের নামে অপকর্ম হলে আমরা এখানে যারা আছি, আমরা সবাই কষ্ট পাই। কারণ আমরা ছাত্রলীগেরই সৃষ্টি।…ছাত্রলীগের নামে আজকে যদি টেন্ডারবাজির খবর দেখি, যদি চাঁদাবাজির খবর দেখি, ছাত্রলীগ নিজেরা নিজেদের বিরুদ্ধে যখন প্রকাশ্যে লড়াই করে, এর চেয়ে কষ্টের বিষয় আমাদের কাছে আর কিছু নেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রলীগের নামে কিছু কিছু অপকর্ম মাঝেমাঝে পত্রিকার পাতায় খারাপ খবরের শিরোনাম হয়। এই শিরোনামগুলো আমাদের অর্জনকে ম্লান করে দেয়, আমাদের ভাবমূর্তি নষ্ট করে। শেখ হাসিনা আজকে সারা বিশ্বে ১০ জন গ্রেট লিডারের মধ্যে আমাদের নেত্রী একজন। অথচ এই মহান নেত্রীর উন্নয়ন আর অর্জনকে আমরা খারাপ আচরণ দিয়ে অনেক জায়গায় ম্লান করে দিচ্ছি।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ছাত্রলীগের নামে সিট ভাগাভাগি, ছাত্রলীগের নামে পলিটিক্যাল রুম নেয়ার নামে বিভিন্ন হোস্টেলে সিট ভাগাভাগির প্র্যাকটিস বন্ধ করতে হবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা গত তিন বছরে যা করেছে, ৭৫ পরবর্তী অন্যান্য সরকার ২৮ বছরেও তা করতে পারেনি। এত অর্জন, এত উন্নয়ন এইসব অপকর্ম এখানে ওখানে ম্লান হয়ে যাবে, এটা আমরা কোনো অবস্থাতে মেনে নেব না। কঠোর শান্তির ব্যবস্থা আমরা করবো।’
পকেট কমিটি না করতে ছাত্রলীগ নেতা-কর্মীদের হুঁশিয়ার করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এক পার্ট জাকির সাহেবের, এক পার্ট সোহাগ সাহেবের-এটা চলবে না। … আমি মাঝে মাঝে কষ্ট পাই, ছাত্রলীগের মেয়েরা পর্যন্ত বলে, আমি সোহাগ ভাইয়ের গ্রুপ, মেইনটেইন করি আবার আরেক গ্রুপ বলে, আমি জাকির ভাইয়ের গ্রুপ মেইনটেইন করি। কিন্তু এখানে কোনো সোহাগ-জাকিরের গ্রুপ না, এটা বঙ্গবন্ধুর ছাত্রলীগ, শেখ হাসিনার ছাত্রলীগ। অন্য কারও নয়।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের সদস্য কাজী নজিবুল্লাহ হিরু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন প্রমুখ এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন