জাকাতের কাপড় পরে ইমামতি করা যাবে কি?

প্রশ্ন : গ্রামাঞ্চলের অনেক ইমাম সাহেব খুবই গরিব। ইনারা জাকাতের কাপড় পরে ইমামতি করতে পারবেন কি?
উত্তর : যদি তিনি জাকাতের হকদার হন, তাহলে জাকাতের কাপড় পরে ইমামতি করতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। তিনি জাকাতের কাপড় পরে ইমামতি করতে পারবেন। কিন্তু জাকাতের হকদার কি না, সেটা প্রথম কথা। আর আপনি যেহেতু বলেছেন গরিব, এখান থেকেই বোঝা যায়, তিনি জাকাতের হকদার। তাই যেহেতু জাকাতের হকদার, সে ক্ষেত্রে জাকাতের কাপড় দিয়ে, কাপড় পরে ইমামতি করতে পারবেন।
আরেকটি বিষয় জানতে হবে যে, জাকাতের কাপড় কিন্তু অপবিত্র নয়। এখানে এ ধারণা নেওয়ার সুযোগ নেই যে, জাকাতের কাপড়টা অপবিত্র। জাকাতটা সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হক। সুতরাং এই জাকাতের কোনো জিনিস কিন্তু অপবিত্র বা গর্হিত কিছুই না। যাঁরা জাকাত গ্রহণ করছেন, তাঁরা আল্লাহর পক্ষ থেকেই এই হকটুকু গ্রহণ করছেন। এটি একটি বিধান। তাই তিনি এ কারণে হেয় হবেন, তাঁকে তুচ্ছ করা হবে অথবা তিনি ইমামতি করতে পারবেন না, এ ধরনর দৃষ্টিভঙ্গি আদৌ কোনোভাবেই নিজের মাথায় নেওয়ার কোনো সুযোগ নেই; বরং জাকাতের কাপড়, জাকাতের হকদার যিনি রয়েছেন, তিনি যেকোনো অবস্থায়ই ব্যবহার করতে পারবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ঈদের ছুটির পর বুধবার থেকে নতুন অফিস সময়সূচি
পবিত্র ঈদুল আজহার পর সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিতবিস্তারিত পড়ুন

সৌদিতে হজে বিভিন্ন দেশের ৫৫০ হাজির মৃত্যু
সৌদি আরবে এ বছর হজ পালনে গিয়ে কমপক্ষে ৫৫০ জনবিস্তারিত পড়ুন

ঈদে ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮ টি গবাদিপশু কোরবানি
এ বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ১ কোটি ৪বিস্তারিত পড়ুন