জানেন কি, কত কোটি টাকা পাবে বিপিএলে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ?
ঢাকা ডাইনামাইটস আর রাজশাহী কিংসের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের। শিরোপার লড়াইয়ে কে জিতবে, সেটার হিসেব জানা যাবে ম্যাচ শেষে। কিন্তু এই ফাইনাল ম্যাচকে ঘিরে থাকছে আরও অনেক কিছু।
কথা ছিল ম্যাচ শুরু হবে ছয়টা ৪৫ মিনিটে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, একঘণ্টা এগিয়ে আনা হচ্ছে ম্যাচ। অর্থাৎ, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকাল পাঁচটা ৪৫ মিনিটে।
ব্যাট-বলের লড়াইয়ের আগে থাকছে টুর্নামেন্টকে ঘিরে আনুষ্ঠানিকতা।
বিপিএল গভর্নিং কাউন্সিল বিভাগ থেকে জানা গেছে, বিকেল চারটায় দর্শকদের বিনোদিত করতে পারফর্ম করবেন জনপ্রিয় ব্যান্ডশিল্পী জেমস ও তার ব্যান্ড নগরবাউল। এসময় টুর্নামেন্টের সাত দলের জার্সি গায়ে একটি নৃত্য পরিবেশন হবে। ফাইনাল শেষে আতশবাজির ঝলকানিতে আলোকিত হবে মিরপুরের আকাশ।
জানা গেছে টুর্নামেন্টের পুরস্কারের পরিমাণও। চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি টাকা। রানার্সআপ দলের ভাগে ৭৫ লাখ টাকা। এছাড়া টুর্নামেন্ট সেরা ক্রিকেটার পাবেন একটি মোটর সাইকেল। রাতেই বুঝিয়ে দেয়া হবে এই পুরস্কার।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন