জুলহাজ-তনয় হত্যায় ফের ৫ দিনের রিমান্ডে শিহাব
সমকামীদের অধিকার বিষয়ক পত্রিকা ‘রূপবান’ এর সম্পাদক জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যা মামলায় শরিফুল ইসলাম ওরফে শিহাবের বিরুদ্ধে ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা সিএমএম আদালত।
পুনরায় ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আলমগীর কবির রাজ এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৫ মে এ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে সিএমএম আদালত।
ওই রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে পুনরায় ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক বাহার উদ্দিন।
এদিকে, অস্ত্রসহ গ্রেপ্তার এ আসামিকে বৃহস্পতিবার অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে আগামী ২৫ মে রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।
প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল কলাবাগান লেক সার্কাস লাল ফকিরের মাজার এলাকায় ৩৫ নম্বর আছিয়া নিবাসের দ্বিতীয় তলায় এ খুনের ঘটনা ঘটে। খুন হওয়া জুলহাজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাতো ভাই। তিনি মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল অফিসার ও ইউএস এইডে কর্মরত ছিলেন। নিহত আরেকজন জুলহাজের বন্ধু ও নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়।
পুলিশের দাবি, আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য শরিফুল ইসলাম ওরফে শিহাব খুনিদের অস্ত্র সরবরাহকারী ছিলেন। তিনি ব্যাকআপ সদস্য হিসেবে কাজ করেছেন। হত্যাকাণ্ডের দিন ব্যবহৃত দু’টি আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি এবং বোমা দিয়ে সহায়তা করেছিলেন। শিহাব ১৯৯৮ সাল থেকে হরকাতুল জিহাদের (হুজি) সদস্য ছিলেন। তবে ২০১৫ সালে তিনি আনসারুল্লাহ বাংলাটিমে (এবিটি) যোগ দেন। বর্তমানে তিনি কুষ্টিয়া অঞ্চলের এবিটির একটি ইউনিটের দায়িত্বে ছিলেন। প্রায় দু’মাস ধরে এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন