জ্যাকলিনের মৃত্যু নিয়ে ফেসবুকে পাঠকের যত নোংরামি-
গত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাড়িতে মধ্যরাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন জ্যাকলিন মিথিলা। আলোচিত-সমালোচিত এ মডেলের আত্মহত্যা নিয়ে চট্টগ্রাম বন্দর থানায় মামলা হয়েছে।
ঢাকাই আইটেম কন্যা জ্যাকলিন মিথিলার নামের প্রথম অংশ জ্যাকলিন নেওয়া হয়েছে জ্যাকলিন ফার্নান্দেজ এর নাম থেকে। তার অভিনয়পছন্দ করেন বলে মিথিলা নিজের নামে জ্যাকলিন যুক্ত করে নেন। তবে, তিনি নিজেকে বাংলাদেশের পর্নস্টার ভারতীয়অভিনেত্রী সানি লিওন দাবি করতেন। তিনি অনুসরণও করতেন সানি লিওনকে। অবশ্য জ্যাকলিন মিথিলা সানিলিওনের অতীতকে নয় বরং বর্তমানকে অনুসরণ করেন বলে তখন জানিয়েছিলেন।
তার আসল নাম জয়া শীল। জন্মেছেন ও শৈশব কাটিয়েছেন ফেনীতে, দাদার বাড়িতে। কৈশোরের শুরুতে তিনি চট্টগ্রামে চলে আসেন এবং সেখানেই বড় হন। তিনি প্রকৌশল বিদ্যায় পড়াশোনা করেছেন।
বেশকিছু মিউজিক ভিডিও করার পাশাপাশি পি এ কাজল পরিচালিত ‘চোখের দেখা’ ছবিতে আইটেম গানে নাচেন মিথিলা।
কিন্তু তার আত্মহত্যা খবরের পরে মিডিয়া এ খবর প্রকাশ করলে ফেসবুকে পাঠকরা কিছু কমেন্ট করে। এর মধ্যে কিছু কমেন্ট আপনাদের সামনে তুলে ধরা হলো—-
বনি জেরিন– এই সকল stupid মেয়েদের মরে যাওয়া নিয়ে কি এতো মাতামাতি বুঝি না…. এখন আর কোন কাজ পাচ্ছে না মনে হয় মিডিয়া,, তাই যতসব বস্তি চিন্তাভাবনা show up করে মানুষকে পেরেসানি করছে।
Gloomy Shifu – নিজেতো গেছে নরকে!!মাঝখানে একটা ফ্যামিলির বারোটা বাজায় দিল।।তার চরিত্রই বলে সে কোন ফ্যামিলিতে টিকবে না!
Mohsena Islam Kona – হাজার হাজার মানুষ চোখের জিনা থেকে বেচে গেলো। এতো মাতামাতি না করে সকলের “আমীন” বলা উচিত।
Nil Kosto – একটা পতিতা চলে গেলো এইটা নিয়ে এতো সমালোচনার কি আছে। সারাদিন এই ফালতু নিউজ। এমন কোন মহত কাজ করেনি যে মানুষ আপসোস করবে। যতসব ফালতু
এই সংক্রান্ত আরো সংবাদ

খেলার জগতের সামাজিক দায়বদ্ধতা ও পেশাদারি কাঠামো
লাল-সবুজের তরুণ প্রজন্মের এ সময়ের প্রিয় শ্লোগান, ‘বাংলাদেশের জান, সাকিববিস্তারিত পড়ুন

আগস্টের শোককে শক্তি হিসেবে নিতে পারি আমরা তরুণেরা
“যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততদিন রবে কীর্তিবিস্তারিত পড়ুন

বাবা যখন ধর্ষক
যেখানে আপন বাবাই ধর্ষণ করে, সেখানে সৎ বাবার ধর্ষণ আমাদেরবিস্তারিত পড়ুন