শুক্রবার, মে ১৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

জয়ের সেঞ্চুরির অপেক্ষায় মাশরাফি

এখন পর্যন্ত ৩১৩টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। জয় পেয়েছে ৯৯টি ম্যাচে। আর একটি জয় পেলেই শততম জয়ের মাইলফলক স্পর্শ করবে বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচেই জয়ের সেঞ্চুরি পূর্ণ করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। দলের দারুণ এই অর্জনের অপেক্ষায় আছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘হ্যাঁ, এটা ঠিক যে দারুণ একটি অর্জনের সামনে দাঁড়িয়ে আছি আমরা। এই অর্জন পূর্ণ করতে পারলে তা সত্যিই ভালোলাগার হবে। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই যদি তা হয়, আরো ভালো লাগবে। এখন সে অপেক্ষায় আছি আমরাও।’

এমন একটি মাইলফলকের ম্যাচে অধিনায়ক থাকছেন মাশরাফি। অনুভূতিটা কেমন—এমন এক প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আসলে আমি না থাকলেও কেউ না কেউ এই সময় অধিনায়কের দায়িত্বে থাকতেন। তবে আমার অধিনায়কত্বে এমন অর্জন এলে তা খুবই ভালো লাগার ব্যাপার হবে।’

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের জন্য বেশ কষ্ট করতে হয়েছে বাংলাদেশকে। সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে তাই বেশ সতর্ক অবস্থানে আছেন মাশরাফি। কালকের ম্যাচে জিততে হলে প্রথম ম্যাচের তুলনায় যে আরো ভালো ক্রিকেট খেলতে হবে, সেটা সতীর্থদের স্মরণ করিয়ে দিয়েছেন অধিনায়ক, ‘কাল আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জিততে হলে আমাদের সত্যিই ভালো ক্রিকেট খেলতে হবে। বিশেষ করে আগের ম্যাচের চেয়ে আরো ভালো খেলতে হবে। তাহলেই সাফল্য পাওয়া সম্ভব হবে।’

বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়। এর আগে প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচটি জিততে পারলে জয়ের শতক পূর্ণ করার পাশাপাশি তিন ম্যাচের ওয়ানডে সিরিজও জিতে যাবে মাশরাফি বাহিনী।

এই সংক্রান্ত আরো সংবাদ

আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাস্ট্রে অনুষ্ঠেয়  আইসিসি পুরুষ টি-টোয়েন্টিবিস্তারিত পড়ুন

তাসকিন যাচ্ছেন যুক্তরাষ্ট্র

তাসকিনের সেরে ওঠার সম্ভাব্য সময়সীমার কথা উল্লেখ করে একটি রিপোর্টবিস্তারিত পড়ুন

দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার

দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। গত ১০বিস্তারিত পড়ুন

  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নাম ঘোষণা
  • মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি
  • মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস
  • তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের
  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল