ঝিনাইদহের মহেশপুরে তিন মাস ধরে গৃহবধূ নিখোঁজ
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের রুশনা খাতুন (২৩) নামে এক গৃহবধূ রহস্যজনক ভাবে প্রায় ৩ মাস নিখোঁজ রয়েছে। তার বাবার দাবি তার স্বামী জামাল উদ্দীন তাকে হত্যা করে লাশ গুম করে দিয়েছে।রুশনা থাতুন ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার রায়পাড়া ভাতুড়িয়া গ্রামের আমজাদ আলীর মেয়ে।
রুশনার ৩ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।রুশনার বাবা আমজাদ আলী জানান, ৬ বছর আগে ঝিনাইদহ মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের হযরত আলীর ছেলে জামাল উদ্দীনের সঙ্গে রুশনার বিয়ে হয়।
বিয়ের পর থেকেই রুশনাকে তার স্বামী নানাভাবে শারীরকি অত্যাচার ও নির্যাতন করতে থাকে।সে কারণে মেয়ের সুখের জন্য তিনি বিভিন্ন সময়ে ৭৫ হাজার টাকাও দিয়েছেন। এর মধ্যে গত আগস্ট মাসরে ১৫ তারিখে রুশনার স্বামী মোবাইলে রুশনার নিখোঁজ হওয়ার খবরটি জানায়।
তারপর থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও রুশনাকে পাওয়া যাচ্ছে না।এজন্য রুশনাকে হত্যা করা হয়েছে সন্দেহে মহেশপুর থানায় স্বামী জামাল উদ্দীন, দেবর জসিম, শ্বশুর হযরত আলী, শাশুড়ি লালভানু এবং নোনদায় উজ্জ্বলসহ ৫ জনকে আসামি করে মামলা করেছে।
এ ব্যাপারে রুশনার দেবর জসিম উদ্দীন জানান, রুশনা আমার ভাবি। সে প্রায় তিন মাস যাবত হারিয়ে গেছে। এর বাইরে আমি কছিু জানি না।মামলার তদন্ত র্কমর্কতা মহেশপুর থানার এসআই মাসুম জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। যার নং ৩৩ঃ০৮/২০১৬। মামলার প্রধান আসামি জামাল উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন
তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন
মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন