ঝিনাইদহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে : আহত ২৫
ঝিনাইদহ যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-শৈলকুপা উপজেলার কাজীপাড়া গ্রামের আলীম উদ্দিনের ছেলে আবুল কালাম (৪০), ধলহরা চন্দ্র গ্রামের আব্দুল হামিদের স্ত্রী রিনা খাতুন (৫৫), আসান মন্ডলের স্ত্রী শাহিদা খাতুন (৬০), ব্রাহিমপুর গ্রামের নুর ইসলামের স্ত্রী রিনা খাতুন (৩৫), রামচন্দ্রপুর গ্রামের হেমন্ত চন্দ্র বিশ্বাসসের চেলে রাম চন্দ্র (৪০)।
এছাড়া ঝিনাইদহ শহরের শিকারপুর গ্রামের শিবে সরকারের ছেলে ঠাকুর সরকার (৭০), শহরের আরাপপুর এলাকার আলমঙ্গীরের মেয়ে ইয়াসমিন (৮), হরিণাকুন্ডু উপজেলার ভাদড়া গ্রামের আব্দুস সালামের ছেলে আনোয়ার হোসেন (৪০) আহত হয়েছেন।
এবং যশোর শিমুলিয়া গ্রামের রঞ্জু বিশ্বাসের ছেলে পলাম (৩০), যশোর কাশিপুর গ্রামের জালাল মোলার ছেলে শাহাব উদ্দিনসহ (৪০) ২৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, খুলনা থেকে কুষ্টিয়াগামী একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। এতে বাসে থাকা অন্তত ২৫ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে ঝিনাইদহ দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জারি
টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বইছে চুয়াডাঙ্গায়। তাপদাহের কারণেবিস্তারিত পড়ুন
চুয়াডাঙ্গায় আগুনে পুড়ল কৃষকের ছাগল ও ভুট্টা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় অগ্নিকাণ্ডে আব্দুল আজিজ (৫০) নামে একবিস্তারিত পড়ুন
চুয়াডাঙ্গার সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সুলতানপুর বিজিবি টহলদল সীমান্তের পাকারাস্তাবিস্তারিত পড়ুন