ঝিনাইদহে শিশুকে শ্বাসরোধে হত্যা, বাবা গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জে ইসরাইল হোসেন (৯) নামে এক শিশু সন্তানকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করেছে সৎ বাবা ফারুক হোসেন। এ ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করেছে।
সোমবার (৩ জুলাই) দুপুরে উপজেলার বড় তালিয়ান গ্রামের একটি পাট ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এরআগে রবিবার (২ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ জানিয়েছেন, নিহত শিশুর মা ময়না খাতুনের সঙ্গে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার খালিশা গ্রামের সাগর নামে এক ব্যক্তির বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে ইসরাইল নামে এক শিশু ছেলের জন্ম হয়। পরে তাদের ছাড়াছাড়ি হয়ে গেলে কালীগঞ্জ উপজেলার বড় তালিয়ান গ্রামের মৃত মমরেজ মোল্লার ছেলে ফারুক হোসেনের সঙ্গে ময়না খাতুনের বিয়ে হয়।
ঈদের পর ময়না খাতুন তার ছেলে ইসরাইলকে নিয়ে বড়তালিয়ান গ্রামে বেড়াতে আসলে রবিবার বিকেলে ইসরাইলকে প্রলোভন দেখিয়ে সৎ বাবা ফারুক হোসেন বাড়ি থেকে বাইরে নিয়ে যায়। পরে তাকে গ্রামের পার্শ্ববর্তী একটি পাটক্ষেতে নিয়ে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। সোমবার দুপুরে ওই শিশুর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর লাশ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে ফারুক হোসেন শিশুটিকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন

তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন

মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন