টিভির পর্দায় আসছে তৈমুর!

বলতে গেলে জন্মের আগে থেকেই সেলিব্রিটি হয়ে গিয়েছে সইফ ও করিনার ছেলে তৈমুর। এবার স্টারডমের দিকে আরও একধাপ এগিয়ে যেতে চলেছে সে।
সইফ আলি খান ও করিনা কপূরের সদ্যোজাত সন্তান তৈমুর আলি খান পতৌদি সোনার চামচ মুখে করে তো জন্মেছে বটেই, ঐশ্বর্য রাই বচ্চনের মেয়ে আরাধ্যা বা শাহরুখ খানের ছেলে অ্যাব্রামের মতোই সে জন্ম থেকেই সেলিব্রিটি। বরং তৈমুরের ক্ষেত্রে সংবাদমাধ্যমের মনোযোগ একটু বেশিই ছিল বলা যায়। একদিকে তৈমুরের নার্সারির ছবি ভাইরাল হচ্ছে ইন্টারনেটে, অন্যদিকে তৈমুরের নাম নিয়ে খণ্ডযুদ্ধ চলছে সোশ্যাল মিডিয়ায়।
এসবের মধ্যেই হাসপাতাল থেকে বাড়ি এসেছে তৈমুর। দলে দলে তাকে দেখতে আসছেন আত্মীয়-বন্ধু থেকে শুরু করে অন্যান্য সেলিব্রিটিরা। তারই মধ্যে শোনা যাচ্ছে, আর কিছুদিনের মধ্যেই টেলিভিশনে ডেবিউ হতে চলেছে তৈমুরের। একটি গসিপ ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, ‘লিভিং উইথ দ্য সুপারস্টার’ সিরিজের একটি এপিসোডে প্রদর্শিত হবেন সইফ আলি খান। সইফের প্রতিদিনের জীবনের টুকরো টুকরো অংশ উঠে আসবে এপিসোডে আর সেখানে খুব স্বাভাবিকভাবেই একটা বড় অংশ জুড়ে থাকবে সদ্যোজাত তৈমুর।
এখনও পর্যন্ত জানা যায়নি, কবে এই এপিসোডটি সম্প্রচারিত হবে কিন্তু যদি এই গসিপ ওয়েবসাইটের প্রতিবেদন নেহাত গুজব না হয়ে থাকে, তবে আর দু’একমাসের মধ্যেই টেলি পর্দায় দেখা যাবে তৈমুরকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন