ট্রেন থামিয়ে গোসল করতে চলে গেলেন চালক!
একটি লোকাল ট্রেন শতাধিক যাত্রী-সহ ভারতের পাটনা থেকে মোঘলসরাই যাচ্ছিল। সোমবার সকালে আচমকাই ওই ট্রেনের চালক ট্রেন থামিয়ে চালকের কামরা উধাও হয়ে যান। প্রথমটায় যাত্রীরা ঘটনাটি বুঝে উঠতে পারেননি। ভেবেছিলেন, বোধহয় সিগন্যালিংয়ে কোনও সমস্যার জন্য মাঝপথে ট্রেনটি দাঁড়িয়ে পড়েছে।
কিন্তু একসময় তারা দেখতে পান, সিগন্যাল গ্রিন হয়ে রয়েছে, তবু ট্রেন নড়ছে না। ঘটনার আঁচ পেয়ে ট্রেন থেকে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা। খবর যায় রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। তারাও বারবার মাইকে ঘোষণা করে চালককে অবিলম্বে ফিরে আসার নির্দেশ দেন।
কিন্তু কোথাও চালকের খোঁজ মেলে না। পরে জানা যায়, ট্রেনটির চালক এম কে সিং গরমের চোটে কাহিল হয়ে পড়েছিলেন। সেজন্যই গোসল করতে ছুটেছিলেন! শেষ পর্যন্ত বেলা ১টা ২০ মিনিটে ফেরেন ওই চালক, তারপর ফের চলতে শুরু করে ট্রেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন