বুধবার, মে ১৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

ডিআরএস : ড্রেসিংরুম রিভিউ সিস্টেম!

ড্রেসিংরুম রিভিউ সিস্টেম?’ নতুন কোনো আইনের আবির্ভাব ঘটল নাকি ক্রিকেটবিশ্বে? এ মুহূর্তে তেমন কিছু না ঘটলেও ‘ডিআরএস’-এর পূর্ণ রূপ হিসেবে ‘ড্রেসিংরুম রিভিউ সিস্টেম’ই লেখা হয়েছে ভারতীয় ক্রিকেট দলের আনুষ্ঠানিক ফেসবুক পেজে। আর সেটা করা হয়েছে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথকে ব্যঙ্গ করে।

আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেওয়ার পদ্ধতিটি ক্রিকেটবিশ্বে এসেছে ২০০৯ সালে। নিয়ম অনুযায়ী আম্পায়ারের কোনো সিদ্ধান্ত মেনে নিতে না পারলে থার্ড আম্পায়ারের কাছে রিভিউ করতে পারেন ক্রিকেটাররা। কিন্তু সেটা করার সময় কোনোভাবেই মাঠের বাইরের কারো পরামর্শ নেওয়া যায় না। অথচ ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সেটাই করতে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। রিভিউ নেবেন কি না, সে সিদ্ধান্ত নেওয়ার জন্য ড্রেসিংরুমের সহায়তা চেয়েছিলেন তিনি। আর তাতে রীতিমতো তোলপাড় উঠেছে ক্রিকেটবিশ্বে। অনেকে এটাকে ‘জোচ্চুরি’ হিসেবেও বিবেচনা করছেন। ভারতের সাবেক দুই অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ও সুনীল গাভাস্কার তো স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন আইসিসির প্রতি।

ঘটনাটি বেঙ্গালুরু টেস্টের চতুর্থ দিনের। উমেশ যাদবের নিচু হয়ে আসা একটি বল আঘাত হেনেছিল স্মিথের প্যাডে। এলবিডব্লিউর আবেদনে সাড়া দিয়েছিলেন আম্পায়ার নাইজেল লং। রিভিউ নেবেন কি না, তা নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন স্মিথ। অপর প্রান্তে দাঁড়ানো পিটার হ্যান্ডসকম্বের সঙ্গে কথা বলতে বলতে তিনি সাহায্য চেয়েছিলেন ড্রেসিংরুমে থাকা অন্য খেলোয়াড়দেরও। কিন্তু তেমনটা যে করা যায় না, সেটা সঙ্গে সঙ্গেই স্মিথকে জানিয়েছিলেন আম্পায়ার। স্মিথও আর রিভিউ না নিয়ে ফিরে গেছেন সাজঘরে।

কিন্তু রিভিউর জন্য ড্রেসিংরুমের সহায়তা চাওয়ার এ ঘটনা মোটেই ভালোভাবে নিচ্ছে না ভারতের ক্রিকেট অঙ্গন। কিংবদন্তি ব্যাটসম্যান গাভাস্কার বলেছেন, ‘এখন আমাদের দেখতে হবে যে আইসিসি ও ম্যাচ রেফারি কী পদক্ষেপ নেন। তাঁদের উচিত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া।’ একই রকম কথা বলেছেন আরেক সাবেক অধিনায়ক গাঙ্গুলীও, ‘আম্পায়াররা যদি দেখে থাকেন যে স্মিথ ডিআরএসের নীতিমালা ভঙ্গ করছেন, তাহলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত। আম্পায়ার ও ম্যাচ রেফারিদের এটা নিশ্চিত করা উচিত যে ভবিষ্যতে যেন এমনটা না ঘটে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাস্ট্রে অনুষ্ঠেয়  আইসিসি পুরুষ টি-টোয়েন্টিবিস্তারিত পড়ুন

তাসকিন যাচ্ছেন যুক্তরাষ্ট্র

তাসকিনের সেরে ওঠার সম্ভাব্য সময়সীমার কথা উল্লেখ করে একটি রিপোর্টবিস্তারিত পড়ুন

দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার

দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। গত ১০বিস্তারিত পড়ুন

  • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নাম ঘোষণা
  • মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি
  • মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস
  • তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের
  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল