মঙ্গলবার, মে ৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

ঢাকাকেই এগিয়ে রাখছেন মাশরাফি

চতুর্থ আসরে এসে নতুন চ্যাম্পিয়ন অধিনায়ককে দেখতে পাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এর আগের তিন আসরের চ্যাম্পিয়ন অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মর্তুজা। তিন আসর শেষে এবার জাতীয় দলের নিজের কোনো সতীর্থের হাতে ট্রফি দেখছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে যে কোনো দলই চ্যাম্পিয়ন হতে পারে বলে মনে করেন ম্যাশ। তবে শক্তি ও সাম্প্রতিক পারফরম্যান্সে ঢাকা ডায়নামাইটসের সম্ভাবনাই বেশি দেখেছেন দেশসেরা এ পেসার।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চলতি আসরের সম্ভাব্য চ্যাম্পিয়ন সম্পর্কে মাশরাফি বলেন, ‘পরিষ্কারভাবে বললে বলব যে ঢাকা অনেকটা এগিয়ে। ভারসাম্যের কথা চিন্তা করে ওরা এগিয়ে থাকবে। বোলিংয়ে ওদের অনেক অপশন। প্লাস ব্যাটিংয়ে এগিয়ে। আট-নয় নম্বর পর্যন্ত ওদের ব্যাটসম্যান আছে। যারা ভালো করছে। আমার কাছে মনে হয় একটা স্টেজে চিটাগং কিছুটা ভালো করছে। যদি আপনি চ্যাম্পিয়ন হওয়ার সাইন দুটা টিমের সবচেয়ে বেশি। ব্যালেন্স টিম ঢাকা ও চিটাগং।’

ঢাকা এবং চিটাগাং এবার শক্তিশালী দল গড়লেও অন্যদলগুলোর সম্ভবনাও দেখছেন মাশরাফি। তার মতে, টি-টোয়েন্টি সংস্করণে যে কোনো দলই চ্যাম্পিয়ন হতে পারে। সেক্ষেত্রে চার নম্বর দলও চ্যাম্পিয়ন হতে পারে মনে করেন তিনি। রাজশাহীকেও রাখছেন সম্ভাব্য চ্যাম্পিয়নদের তালিকায়।

‘সবাই ঢাকার কথা বলছে। তার পরেও এখন যারা উঠবে- বলা যায় না। এ ধরনের টুর্নামেন্টে যাদের কেউ গোনায় ধরে না তারাই চ্যাম্পিয়ন হয়। তবে কাগজে-কলমে ঢাকা এখন সবচেয়ে বেশি ভারসাম্যপূর্ণ। এখন পর্যন্ত ঢাকা সবচেয়ে বেশি ভালো খেলছে। তবে পিক করা কঠিন। রাজশাহীও দারুণ খেলছে। হয়দো যারা চার নম্বরে উঠবে তারাই কাপ নিয়ে যাবে। এ ধরনের টুর্নামেন্টে এরকমই হয়।’

গত তিন আসরে নিজেকেই চ্যাম্পিয়ন দেখেছেন মাশরাফি। এবারই প্রথমবার তাকে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে। তাই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো তাকে গ্যালারিতে বসে দেখতে হবে। তবে তাতেও কোনো আক্ষেপ নেই অধিনায়কের। নতুন চ্যাম্পিয়ন দেখে শান্তি পাবেন বলে জানান মাশরাফি।

‘এবার নতুন কাউকে দেখে শান্তি পাবো। শেষ তিনবার চ্যাম্পিয়ন হয়েছি। অবশ্যই ভালো লাগছে। এবার আমাদেরই সতীর্থ কেউ হবে। তো আফসোসের কিছু নেই্। এ ধরনের টুর্নামেন্টে এমনই হয়। আর টুর্নামেন্ট অবশ্যই উপভোগ করবো। বিশেষ করে সেমিফাইনাল, ফাইনাল। তিনটি সেমিফাইনাল হবে, একটা ফাইনাল হবে। তো উপভোগ করবো।’

তিন আসর পর ট্রফি হাতছাড়া হচ্ছে মাশরাফির। আগামী আসরে শিরোপা পুনরুদ্ধারের চেষ্টা করবেন কিনা জানতে চাইলে হেসে উড়িয়ে দেন মাশরাফি, ‘এর আগে বহু খেলা আছে বাংলাদেশ দলের। বিপিএল নিয়ে চিন্তা করা আসলে কঠিন। সাম্প্রতিক সময়ে আমাদের অনেক সফর আছে। আশা করি ওইগুলো নিয়ে চিন্তা করি, তাহলে ভালো হবে। বিপিএল নিয়ে যারা চিন্তা করে তারাই করবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার

দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। গত ১০বিস্তারিত পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নাম ঘোষণা

এক মাস পরেই শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট খেলা। আইসিসির প্রকাশিত তালিকাবিস্তারিত পড়ুন

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

  • মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস
  • তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের
  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী