ঢাকায় মানুষের আসা বন্ধ করতে হবে : গণপূর্তমন্ত্রী
রাজধানীকে আধুনিক বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হলে ঢাকামুখী মানুষের আগমন বন্ধ করতে হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে দুইদিনের ‘চতুর্থ আরবান ডায়ালগ-২০১৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ এবং আরবান ইনগো ফোরাম যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
গণপূর্ত মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ ও দিকনির্দেশনায় ঢাকার দুই সুযোগ্য মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন অত্যন্ত দক্ষতার সঙ্গে ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে নিরলস কাজ করে যাচ্ছেন। এই নগরীকে আধুনিক বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ঢাকামুখী গ্রামের মানুষের আগমন বন্ধ করতে হবে। এ জন্য বর্তমান সরকার গ্রাম-গঞ্জে সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধাসহ পরিকল্পিত আবাসিক এলাকা গড়ে তোলার কার্যক্রম হাতে নিয়েছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) ড. নাসরীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এবং হ্যাবিটেট ফর হিউম্যানিটি বাংলাদেশের পরিচালক জন আর্মস্ট্রং।
এ ছাড়া বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পরিচালক ফ্রেড উইটিভিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর আরবান স্টাডিজের চেয়ারম্যান ড. নজরুল ইসলাম।
মেয়র আনিসুল হক বলেন, ঢাকাকে সহনশীল, দারিদ্র্যমুক্ত, নিরাপদ, সবুজ, সুন্দর, পরিষ্কার-পরিচ্ছন্ন, আধুনিক শহর হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ব্যাপক কার্যক্রম চলছে। সবুজ ঢাকার জন্য ছয়-সাত লাখ গাছ লাগানোর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শহরের বিভিন্ন স্থানে রাস্তাঘাট ও লেক উন্নয়নের কার্যক্রম পরিচালিত হচ্ছে। যারা ফুটপাত দখল করে আছে, তাদের জনস্বার্থে ফুটপাত ছেড়ে দেওয়ার বিশেষভাবে অনুরোধ জানান মেয়র।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) ড. নাসরীন আহমাদ এই সম্মেলন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘শুধু ঢাকা নয়, সারা বিশ্বে শহরমুখী মানুষের সংখ্যা বেড়ে চলেছে। নগরায়নের এই যুগে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখার ক্ষেত্রে আমাদের সবারই দায়িত্ব রয়েছে এবং এ ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে এবং কথাকে কাজে পরিণত করতে হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন