সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঢাকা কলেজের শহীদ ছাত্রদের নাম ও ছবিতে বিভ্রাট

মহান স্বাধীনতা যুদ্ধে ঐতিহ্যবাহী ঢাকা কলেজের শহীদ ছাত্রদের নাম ও ছবিতে বিভ্রাটের চিত্র মিলেছে। ঢাকা কলেজের প্রশাসনিক ভবনে অবস্থিত অডিটরিয়ামের প্রবেশ দেয়ালেই মিলেছে এই বিভ্রাটের চিত্র। দেয়ালটিতে মহান স্বাধীনতা যুদ্ধের একটি পরিচিতি চিত্র তুলে ধরা হয়েছে।

সেই চিত্রেই ঢাকা কলেজের শহীদ ছাত্রদের ছবি এবং ছবির নিচে নাম দেয়া হয়েছে। প্রথমে যে ছবিটি দেয়া হয়েছে তার নিচে শহীদ নজরুল ইসলfম লেখা থাকা সত্ত্বেও ছবিটি শহীদ নজরুল ইসলামের নয় ছবিটি শহীদ আব্দুস সবুর শিকদারের।

ঠিক একই বিভ্রাট ঘটেছে শহীদ আব্দুস সবুর শিকদারের ক্ষেত্রেও। তাঁর নামের উপরে যে ছবিটি দেয়া হয়েছে তা মূলত শহীদ নজরুল ইসলামের।

ছবি বিভ্রাটের ঘটনাটি সম্পর্কে ঢাকা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ফরহাদ আজিজ বলেন, শহীদ ছাত্রদের ছবিতে এরকম বিভ্রাট একটা লজ্জাজনক ঘটনা। দায়িত্বপ্রাপ্তদের উচিত হবে ভুলটি ঠিক করে নেয়া। ১৯৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধে এই কলেজের শহীদ ছাত্ররা আমাদের গর্ব। তাদের বিষয়ে ঐকান্তিক থাকা উচিত কলেজ সংশ্লিষ্টদের।

এ ঘটনায় ঢাকা কলেজের উপাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।

লেখক : এস এম হৃদয় রহমান, গণমাধ্যমকর্মী।

এই সংক্রান্ত আরো সংবাদ

খেলার জগতের সামাজিক দায়বদ্ধতা ও পেশাদারি কাঠামো

লাল-সবুজের তরুণ প্রজন্মের এ সময়ের প্রিয় শ্লোগান, ‘বাংলাদেশের জান, সাকিববিস্তারিত পড়ুন

আগস্টের শোককে শক্তি হিসেবে নিতে পারি আমরা তরুণেরা

“যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততদিন রবে কীর্তিবিস্তারিত পড়ুন

বাবা যখন ধর্ষক

যেখানে আপন বাবাই ধর্ষণ করে, সেখানে সৎ বাবার ধর্ষণ আমাদেরবিস্তারিত পড়ুন

  • দুই বড় দেশ যখন প্রতিবেশী ও প্রতিযোগী
  • মৌসুমি নৌকা শোরুম
  • ভারতবিদ্বেষ কেন বেড়ে চলেছে?
  • জনগণের কাছে শেখ হাসিনাই জয়ী
  • ‘গুলিস্তান’ নেই, তবু আছে ৬৪ বছর ধরে
  • পদ্মা ব্রিজ দিয়ে কী হবে?
  • যুদ্ধাহতের ভাষ্য: ৭০– “এখন অমুক্তিযোদ্ধারাই শনাক্ত করছে মুক্তিযোদ্ধাদের”
  • আসুন, বড় হই
  • আসুন, পিঠের চামড়া না তুলে পিঠ চাপড়ে দিতে শিখি
  • বাড়িওয়ালা মওদুদ ও বাড়িছাড়া মওদুদ
  • ব্রিটেনের নতুন সরকার নিয়ে যে শঙ্কা!
  • আওয়ামী লীগ ছাড়া কি আসলে কোনো বিকল্প আছে?