ঢাবিতে ছাত্রলীগের দুই পক্ষে মারামারি, আহত ৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের তিন কর্মীসহ চারজন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ছাত্রলীগের এক কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই কর্মী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টায় বিজয় একাত্তর হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক পক্ষের আমির হামজা ও তারেক সংগ্রাম নামের দুই কর্মী হলের ক্যান্টিনে নাশতা খেতে যান। নাশতা না পেয়ে তাঁরা ক্যান্টিন মালিককে মারধর করেন। মারধরের প্রতিবাদ জানান ওই হলের সভাপতির পক্ষের তানভীর মাহমুদ নামের আরেক ছাত্রলীগকর্মী। পরে তাঁকেও মারধর করেন আমির হামজা ও তারেক সংগ্রাম। এ খবর শুনে সভাপতির পক্ষের নেতাকর্মীরা আমির ও তারেককে মারধর করেন। পরে ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের মধ্যে তানভীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আমির ও তারেক বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে বিজয় একাত্তর হল ছাত্রলীগের সভাপতি শেখ ইনান গ্রুপিংয়ের বিষয়টি অস্বীকার করে বলেন, তারেক সংগ্রাম ও তানভীর মাহমুদ নামের দুই ছাত্রলীগকর্মী আহত হয়েছে। তবে কোনো গ্রুপিংয়ের কারণে এ মারামারি হয়নি। ব্যক্তিগত সমস্যার জের ধরেই এ ঘটনা ঘটে।
জানতে চাইলে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন বলেন, ‘মারধরের সময় আমি হলে ছিলাম না। তবে শুনেছি আমির হামজা নামের আমার এক কর্মীকে মারা হয়েছে। সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে আছে। আমি তাঁকে দেখতে যাচ্ছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের “বি” ইউনিটের (মানবিক বিভাগের) ভর্তিবিস্তারিত পড়ুন

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন