মঙ্গলবার, মে ৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

তাঁরা সুপ্রিম কোর্টের ওপর খবরদারি করতে চাইছেন : প্রধান বিচারপতি

বগুড়া সার্কিট হাউসে গতকাল জেলা জজশিপের আয়োজনে বিচার বিভাগীয় সম্মেলনে বক্তব্য দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, সরকারের একটি মহল শুধু বিচার বিভাগের ওপরই হস্তক্ষেপ করতে চাচ্ছেন না, সুপ্রিম কোর্টের ওপরও খবরদারি করতে চাইছেন।

গতকাল মঙ্গলবার রাতে বগুড়া সার্কিট হাউসে জেলা জজশিপের আয়োজনে বিচার বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ কথা বলেন। বিচার বিভাগ নিয়ে সরকারের একজন মন্ত্রীর সাম্প্রতিক সময়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

প্রায় ৮০ মিনিটের ওই বক্তৃতায় প্রধান বিচারপতি বিচার বিভাগ নিয়ে প্রশাসনিক বিভাগের হস্তক্ষেপের ব্যাপারে বেশ কিছু অভিযোগ করেন। তিনি বলেন, ‘প্রতি পদে পদে প্রশাসনের তরফ থেকে বাধা চলে আসছে। আমি মনে করলাম সারা বাংলাদেশের জুডিশিয়ারিকে ডিজিটালাইজেশন করব। কিন্তু ডিজিটালাইজেশন করব যে, সেই সরকারেরই একটা মন্ত্রণালয় যারা আমাদের সঙ্গে সংশ্লিষ্ট তারাই চিঠি দিয়ে বলছে, ডিটিজালাইজেশন মাননীয় প্রধানমন্ত্রীর আশা-আকাঙ্ক্ষার সঙ্গে এটা মেলে না।’ এ কারণে বিচার বিভাগকে আধুনিক করা যাচ্ছে না বলে উল্লেখ করেন তিনি।

সুরেন্দ্র কুমার বলেন, ‘সরকারের একটি মহল থেকে বলা হচ্ছে বিচার বিভাগ সহযোগিতা করছে না প্রশাসনকে। আমরা যদি সহযোগিতা না করতাম তাহলে মামলার জট এত কমত না এবং সরকারের রাজস্বও এত আদায় হতো না।’

প্রধান বিচারপতি উল্লেখ করেন, তিনি দায়িত্ব নেওয়ার পর বিচার বিভাগের কারণেই সরকার সর্বোচ্চ রাজস্ব আদায়ে সক্ষম হয়েছে। বিচার বিভাগ সব সময়ই প্রশাসনকে সহায়তা করে কিন্তু প্রশাসনই কোনোদিনই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় না। প্রশাসন সবসময়ই বিচার বিভাগের কাজের ওপর হস্তক্ষেপ করতে চায়।

এর আগে সকালে প্রধান বিচারপতি বগুড়ার জেলা জজ আদালত ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ বেশ কিছু আদালতের কার্যক্রম পরিদর্শন করেন। সম্মেলেন তিনি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলোর বিচারিক দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য বিচারকদের নির্দেশ দেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

আজ আইওএম মহাপরিচালক ঢাকায় আসছেন 

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ আজ রোববারবিস্তারিত পড়ুন

অর্থনীতির প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত আছে : ওবায়দুল কাদের

বিশ্বের অর্থনীতির প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত আছে, এমন দাবি আমরাবিস্তারিত পড়ুন

গনতন্ত্র সুসংহত করাতে সবার অংশগ্রহণ জরুরী : স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামবিস্তারিত পড়ুন

  • সেনাবাহিনীকে দক্ষ করে তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী
  • নবনির্মিত এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আজ আইওএম মহাপরিচালক ঢাকায় আসছেন 
  • প্রধানমন্ত্রী ১০ টাকার টিকিটে চোখ পরীক্ষা করালেন
  • সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা
  • ইবির শেখ রাসেল হলের নয়া প্রভোস্টের দায়িত্বগ্রহণ
  • পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত
  • অবশেষে রাতে ঢাকায় ঝরছে কাঙ্ক্ষিত বৃষ্টি
  • থাইল্যান্ড সফরে দ্বিপাক্ষিক সম্পর্কে মাইলফলক হয়ে থাকবে : প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সাড়ে ১১টায় 
  • গ্যাস নিঃসরণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে
  • দেশের দুই জেলায় ঝড়ের পূর্বাভাস