তাওয়াফের সময় যে কাজগুলো নিষেধ
তাওয়াফ হজের তৃতীয় রোকন। এ তাওয়াফ যথাযথভাবে আদায় না করলে হজ হবে না। তাওয়াফের নিয়মাবলী ইতোপূর্বে তুলে ধরা হয়েছে। হজ ও ওমরা পালনকারীদের জন্য তাওয়াফের সময় যে কাজগুলো করা নিষেধ এবং মাকরূহ, তা তুলে ধরা হলো-
তাওয়াফে যে কাজ নিষেধ
১. গোসল ফরজ হওয়া অবস্থায়;
২. মহিলাদের সন্তান প্রসব পরবর্তী সময় ও ঋতুস্রাব অবস্থায়;
৩. বিনা ওজরে কারো কাঁধে চরে তাওয়াফ;
৪. বিনা ওজুতে তাওয়াফ করা;
৫. বিনা ওজরে হাঁটুতে ভর দিয়ে তাওয়াফ;
৬. উল্টোভাবে তথা ঘড়ির কাঁটা যে দিক চলে সেভাবে তাওয়াফ;
৭. হাতিমকে বাদ দিয়ে তাওয়াফ করা। অর্থাৎ হাতিমের ফাঁক দিয়ে বের হয়ে যাওয়া;
৮. তাওয়াফের কোনো এক চক্কর বা একাংশ ত্যাগ করা;
৯. হাজরে আসওয়াদের পরিবর্তে অন্য স্থান থেকে তাওয়াফ শুরু করা;
১০. তাওয়াফকালীন সময়ে বাইতুল্লাহমুখী হয়ে থাকা। অবশ্য তাওয়াফের শুরুতে হাজরে আসওয়াদকে সম্মুখে রেখে দাঁড়ানো এবং তাওয়াফ শুরু করা স্বাতন্ত্র বিষয়;
১১. তাওয়াফের যে কোনো ওয়াজিব তরক করা।;
পরিশেষে…
আল্লাহ তাআলা হজ ও ওমরা পালনকারীদেরকে তাওয়াফকালে উল্লেখিত বিষয়গুলোর প্রতি যত্নবান হওয়ার তাওফিক দান করুন। উপরোক্ত বিষয়গুলো থেকে হেফাজত করুন। সুন্দরভাবে তাওয়াফ করার তাওফিক দান করুন। আমিন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঈদের ছুটির পর বুধবার থেকে নতুন অফিস সময়সূচি
পবিত্র ঈদুল আজহার পর সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিতবিস্তারিত পড়ুন
সৌদিতে হজে বিভিন্ন দেশের ৫৫০ হাজির মৃত্যু
সৌদি আরবে এ বছর হজ পালনে গিয়ে কমপক্ষে ৫৫০ জনবিস্তারিত পড়ুন
ঈদে ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮ টি গবাদিপশু কোরবানি
এ বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ১ কোটি ৪বিস্তারিত পড়ুন