তামিমসহ তিনজনের মরদেহ ঢামেকে, ময়নাতদন্ত রবিবার

নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি তিনতালা ভবনে জঙ্গিঅভিযানে গুলশান হামলার ‘মাস্টারমাইন্ড’ কানাডা প্রবাসী তামিম চৌধুরীসহ নিহত তিনজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) এসে পৌঁছেছে।
শনিবার (২৭ আগস্ট) রাত ১০টা ৩৮ মিনিটে পুলিশি পাহাড়ায় একটি লাশবাহী এ্যাম্বুলেন্সে করে তাদের মরদেহ ঢামেকে আনা হয়।
জানা গেছে, তিনজনের মরদেহ ময়নাতদন্ত রবিবার (২৮ আগস্ট) সম্পন্ন হবে। এ জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেকে) কর্তৃপক্ষ তিন সদস্যের এক মেডিকেল বোর্ড গঠন করেছে। এ ছাড়া অন্যান্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ বলেন, ‘নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য তিন সদসস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ওই বোর্ডের প্রধান আমি নিজে। কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরেছি মরদেহগুলো ইতোমধ্যে নারয়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। ঢাকায় পৌঁছলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
ঢামেকে সূত্রে জানা গেছে, মরদেহ সংরক্ষণ করতে হাসপাতালের ২০টি ফ্রিজ থাকলেও ৮টি অকেজো অবস্থায় রয়েছে। বাকি ১২টির মধ্যে কল্যাণপুরে জঙ্গিঅভিযানে নিহত নয়জনসহ অন্যান্যদের লাশ রয়েছে। এ কারণে নারায়ণগঞ্জে নিহত তিনটি নতুন মরদেহ সংরক্ষণে হিমশিম খাচ্ছে ঢামেকে কর্তৃপক্ষ।
নারায়ণগঞ্জের শহরের পাইকপাড়ার নুরুদ্দিন মিয়ার বাড়িতে ‘জঙ্গি আস্তানায়’ শনিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে অভিযান চালায় পুলিশ। ‘অপারেশন হিট স্ট্রং ২৭’ নামে পরিচালিত ওই অভিযানে গুলশান হামলার ‘মাস্টারমাইন্ড’ কানাডা প্রবাসী তামিম চৌধুরীসহ তিনজন নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। অভিযানে নিহত অপর দুজনের নাম মানিক ও ইকবাল বলে ধারণা করছে পুলিশ। তবে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য তাদের হাতের আঙুলের ছাপ সংগ্রহ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন