শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মা তোমাকে সেলুট–আমাদের দেশে আজও এমন মা আছে ভিক্ষা করে ছেলেকে নেশার জন্য টাকা দেয় !!

আলেয়া বিবি। বয়স ৭০ এর কাছাকাছি। শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিক্ষা করেন তিনি। সারাদিনে ভিক্ষা করে পান ১০০/১২০ টাকা। এই টাকার কিছুটা অংশ দিয়ে কেনেন সংসারের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিস।

আর বাকি কয়েকটি টাকা শাড়ির আঁচলে গিট বেঁধে নিয়ে যান বাড়ি। আবার প্রতিদিনই বাড়ি ফেরার পথে বিস্কুট বা কেক নিতেও ভুলেন না তিনি। তবে তার সঙ্গে কথা বলে জানা গেল প্রতিদিনই তিনি বিস্কুট বা কেক তার নিজের জন্য নেন না। নেন তার নাতির জন্য।

গত শুক্রবার শ্রীমঙ্গল রেলস্টেশনে কথা হয় আলেয়া বিবির সঙ্গে। তিনি জানান, রেলস্টেশন এলাকার বস্তিতেই থাকেন তিনি। মুক্তিযুদ্ধের কয়েক বছর আগে বিয়ে হয়। যুদ্ধের কয়েক বছর পর তার একমাত্র ছেলে আব্দুল হামিদ জন্ম নেয়। তার বয়স যখন ৫০ বছর তখন স্বামী কদ্দুছ মিয়া তাকে ছেড়ে চলে যান না ফেরার দেশে।

এরপর একমাত্র ছেলেকে নিয়ে পড়েন বিপাকে। ২০ বছর বয়সী ছেলে থাকার পরও মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতেন তিনি। এরই মধ্যে ছেলে নেশাখোরদের সঙ্গে ঘোরাঘুরি শুরু করে দিল।

তিনি বলেন, প্রতিবেশীরা বলল ছেলেকে বিয়ে করিয়ে দিতে। তাতে সে ঠিক হয়ে যেতে পারে। লোকজনের কথায় বিয়ে করিয়েও শান্তি পাই না। বিয়ের পর কয়েকদিন ভালো চলাফেরা করলেও মাসখানেক পর আবার সে পূর্বের অবস্থায় ফিরে যায়। বছরখানেক পর তার এক নাতির জন্ম হয়। কিন্তু তার মুখের দিকে না তাকিয়ে সে তার অপকর্ম চালিয়ে যায়। রাতে বাড়ি ফিরে মা স্ত্রীকে মারধর করে। অনেকবার স্থানীয় লোকজন তাকে পুলিশে দিতে আলেয়াকে অনুরোধ করে। কিন্তু সে তার নাড়িছেঁড়া ধনকে পুলিশে দিতে রাজি নন। উল্টো প্রতিবেশীদের ওপর চটেন তিনি।

আলেয়া বিবি বলেন, এখনও ছেলে নেশা করে বাড়ি ফেরে। তিনজনের সংসার আমি ভিক্ষা করে টানছি। আমার ছেলের বউ চা বাগানে কাজ করে। শুধু সংসার চালানো না। ছেলের নেশার টাকাও দিতে হয় আমাদের। না দিলে চুরি-ডাকাতি করে।

সরকারের কোনো সুবিধা পান কি না জানতে চাইলে তিনি বলেন, বিধবা ভাতা পাই। কিন্তু তবুও সংসার চালাতে কষ্ট হচ্ছে। আর সব সময় দুশ্চিন্তায় থাকি আমি মরলে আমার নাতি ও পুত্রবধূর কি হবে। বেঁচে থাকতে যতি ছেলেটাকে পথে ফেরাতে পারতাম তাহলে মরেও শান্তি পেতাম।

তিনি বলেন, কপালের দোষে আমি ভিক্ষা করছি। না হলে এমন একটা ছেলে থাকতে কি আমাকে এই বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয়। আমার ছেলের বিরুদ্ধে খারাপ কিছু লিখবেন না বলে হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ