তৃতীয় বিশ্বযুদ্ধের কাহিনী নিয়েই বিগ বাজেটের ‘নিউক্লিয়ার’ ছবি বানাচ্ছেন রাম গোপাল বর্মা!
সরকার ৩ এর শুটিং প্রায় শেষের দিকে। আর এরই মধ্যে সরকার সিরিজের পরিচালক রাম গোপাল বর্মা ঠিক করে ফেলেছেন পরের ছবি। ছবিটির নাম ‘নিউক্লিয়ার’। বাজেট ৩৪০ কোটি টাকা! বলিউডে সব থেকে বড় বাজেটের ছবি তৈরি করতে সময় এক ধাপ এগিয়ে চলেছেন রাম গোপাল বর্মা।
সত্যা, রঙ্গিলা, কোম্পানির মত ছবি তৈরি করে বলিউডে নিজের জাত চিনিয়েছিলেন এই পরিচালক। তাঁর ফিল্মের তালিকায় একের পর এক ফ্লপ ছবি থাকলেও তাঁকে ঘিরে বি টাউনে চর্চা চলতেই থাকে। আর থাকবে নাই বা কেন? এত বড় বাজেট নিয়ে কাজ করা তো দূরে থাক, ভাবতেই হিমশিম খেয়ে যান অনেক পরিচালক। রামু বলেই হয় তো সম্ভব।
‘নিউক্লিয়ার’ এর চিত্রনাট্য তৈরি ছিল আগেই। প্রযোজক খুঁজে পেয়েই টুইটারে ঘোষণা করেন রামু। এই প্রথম বলিউডে এত বড় বাজেটের কোনও ছবি তৈরি হতে চলেছে। ‘নিউক্লিয়ার’ প্রযোজনা করবে সিএমএ গ্লোবাল। প্রযোজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে “নিউক্লিয়ার-এর চিত্রনাট্য এতটাই প্রাসঙ্গিক আর ‘গ্লোবাল’ যে আমরা ছবিটিকে আন্তর্জাতিক ভাবে রিলিজ করতে চাই।” এর আগে সিএমএ গ্লোবাল রাম গোপাল বর্মার ১৫ টি ছবি প্রযোজনা করেছে।
নিউক্লিয়ারের গল্প বলতে গিয়ে রামু জানান “প্রত্যেক দিন সকালে আমাদের ঘুম ভাঙে কোনও না কোনও জঙ্গি হানার খবর শুনে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা থেকে শুরু করে মুম্বই হামলা সব কিছুতেই প্রাণ যায় নিরীহ কিছু মানুষের। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন কোথাও যদি পারমাণবিক বোমা নিক্ষিপ্ত হয়? তখনই কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে?” এই নিয়েই রাম গোপাল বর্মা লিখেছেন ‘নিউক্লিয়ার’ এর চিত্রনাট্য।
আমেরিকা, চিন, রাশিয়া আর ভারতে শুটিং করা হবে ছবিটি। অভিনয়ও করবেন এই দেশগুলোর অভিনেতারা।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন