দুই বোনের এক স্বামী : দেখুন কিভাবে সংসার করছে তারা (ভিডিও)
মুখে অনেকেই ভালবাসি ভালবাসি বলে মন জয় করতে পারে। কিন্তু সত্যিকারের ভালবাসা আসলে কি, এই প্রশ্নের উত্তর আমরা অনেকেই খুঁজে বেড়াই।বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ খুব কম সময়ে সম্পর্কে জড়িয়ে পরে। পরবর্তীতে তারা তাদের নিজের ভুল বুঝতে পেরে সম্পর্কের ইতি টানে। আসলে কি এইসব ই প্রকৃত ভালবাসা? অবশ্যই নয়।
সত্যিকারের ভালবাসায় একে-অপরকে ছেড়ে কেউ কখনও যেতে পারে না। সেখানে সম্পর্ক শেষ হবার কোন প্রশ্নই আসে না। জীবনে যত বাঁধা আসুক তা পাড়ি দিয়ে একে-অপরের হাত ধরে সামনের দিকে এগিয়ে যাবার নামই ভালবাসা।
এবার, সত্যিকারের এক কাহিনীতে আসা যাক। এরকম ভালবাসার গল্প কখনও হয়ত শুনেন নি। দুই বোন গঙ্গা ও জমুনা জন্মের সময় থেকে একই দেহে আবদ্ধ। অর্থাৎ তাদের পেট একে অপরের সাথে লাগানো এবং তাদের চারটি হাত ও তিনটি পা, দুইটি কিডনি ও দুইটি হার্ট রয়েছে। তারা হাত ও পা উভয় অঙ্গ ব্যবহার করে চলাচল করেন। তারা তাদের জীবনসাথী হিসেবে জসীম উদ্দিনকে খুঁজে পান।
গঙ্গা ও জমুনা একটি সার্কাসে কাজ করেন। তারা দুইবোন সবসময় একে-অপরের সাথে থাকবেন, তৃতীয় কোন ব্যক্তির তাদের জীবনে কোন স্থান নেই। এরকম চিন্তা বদলে যায় জসীমের আগমনে। তারা দুইবোন জসীমকে ভালবাসেন এবং জসীমও তাদের আপন করে নেন। তারা সারাজীবন এভাবে একে-অপরের পাশে থাকবেন বলে কথা দিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন


এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন


৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন













