দেশের মধ্যে নজির গড়ে ধূমপান ছাড়ছে আপনার শহর
২০১৪ সালে এই শহরকে সবথেকে বেশি ধূমপানের আখড়া বলে চিহ্নিত করা হয়েছিল। এবার সেই তকমা ছেঁটে ফেলতে উদ্যোগী হচ্ছে মহানগর। দেশের প্রথম স্মোক-ফ্রি মেট্রো শহর হতে চলেছে সবার প্রিয় কলকাতা। হিন্দুস্থান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মেয়র শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই বিষয়ে আইন রয়েছে। এবার শুধু প্রয়োগ করতে হবে। শীঘ্রই জনসমক্ষে ধূমপান করা নিষিদ্ধ হবে বলে জানিয়েছেন তিনি।
ইতোমধ্যেই কলকাতা পুরসভার হেডকোয়ার্টারের মধ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। শহরের একাধিক ও রেস্তোরাঁতেও একই নিয়ম চালু হয়েছে। এই নিয়ম লাগু করার জন্য ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের সাহায্য নেওয়া হবে। কলকাতা পুলিশকেও এই ব্যাপারে উদ্যোগ নিতে বলা হয়েছে পুরসভার তরফে।
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শান্তনু সেন জানান, গত শনিবার এই অ্যাসোসিয়েশনের স্টেট কাউন্সিল মিটিং-এ একটি রেজোলিউশন নেওয়া হয়েছে যে, শহরের কোনও স্কুল বা হাসপাতালের ১০০ মিটারের মধ্যে যদি কোনও দোকানে সিগারেট কিনতে দেখা যায় তাহলে তার বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর করতে পারবেন চিকিৎসকেরা। কোনও নাবালককে সিগারেট কিনতে দেখা গেলেও একই ব্যবস্থা নেওয়া হবে। দোকানদারের বিরুদ্ধে হবে এফআইআর।
২০০৮ সালের ২ অক্টোবর থেকে Prohibition of Smoking in Public Places Rules অনুযায়ী জনসমক্ষে ধূমপান নিষিদ্ধ। এছাড়া ২০০৩-এর Cigarettes and Other Tobacco Products Act অনুযায়ী, নিয়ম ভাঙলে ২০০ টা জরিমানা হবে।
২০১৪ সালে দেশের সব গুরুত্বপূর্ণ শহরগুলিকে নিয়ে একটি সমীক্ষা চালানো হয়। সেখানে দেখা যায়, কলকাতায় ধূমপায়ীর পরিমাণ ৪৯ শতাংশ, যেখানে গোটা দেশে ৪৩ শতাংশ। কলকাতা, মুম্বই, আমেদাবাদ, লখনউ ও হায়দরাবাদে এই সমীক্ষা চালানো হয়েছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন