দেশে রেমিট্যান্স পাঠানো প্রবাসীর সংখ্যা নেমেছে অর্ধেকে
কয়েক দশক ধরে পৃথিবীর বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি করে আসছে বাংলাদেশ। তারই অংশ হিসেবে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ, আমেরিকায় অনেক বাংলাদেশি অভিবাসী রয়েছেন। শুধু বাংলাদেশ নয় পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে প্রতিবছর জীবিকার খোঁজে মানুষ পাড়ি জমাচ্ছে এক দেশ থেকে অন্য দেশে।
জানা যায়, বিশ্বে অভিবাসনের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান পঞ্চম। প্রায় ৭০ লাখের বেশি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে। অভিবাসীর তালিকায় প্রথমদিকে রয়েছে ভারত, মেক্সিকো, রাশিয়া ও চীন। এই দেশগুলোর প্রায় এক কোটিরও বেশি অভিবাসী পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে।
অভিবাসী পাঠানোর তালিকায় পঞ্চম স্থানে থাকলেও রেমিট্যান্স আয়ের দিক দিয়ে দশমে রয়েছে বাংলাদেশ। অভিবাসন ও প্রবাসী আয় নিয়ে সম্প্রতি পাওয়া বিশব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরের শেষ পাঁচমাসে বিদেশে বসবাসরত বাংলাদেশিরা ব্যাংকিংখাতে রেমিট্যান্স পাঠিয়েছে ৫২০ কোটি ডলার। যা এর আগের বছরের তুলনায় ১৫.৭২ ভাগ কম। অন্যদিকে অভিবাসী গোষ্ঠী হিসেবে সর্বপ্রথমে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত। তাদের অভিবাসীর সংখ্যা ১ কোটি ৬০ লাখ। এমনকি রেমিটেন্স আয়ের দিক দিয়েও প্রথম স্থান ধরে রেখেছে এই দেশটি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের শেষ পাঁচমাসে ৯৭ কোটি ডলার রেমিট্যান্স কমেছে বাংলাদেশের। আর এই ৯৭ কোটি ডলার রেমিট্যান্সের মধ্যে ৯২ কোটি ডলার কমেছে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠানোর মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। আর সবচেয়ে বেশি কমেছে যুক্তরাষ্ট্র থেকে। বাংলাদেশের রেমিটেন্স আয়ের তৃতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র থেকে গত ছয় মাসে রেমিট্যান্স এসেছে ৬৮ কোটি ডলার। যা এর আগের অর্থবছরের চেয়ে ৩৭ কোটি ডলার কম।
গত অর্থবছরের শেষ পাঁচমাসে বাংলাদেশ শীর্ষ রেমিট্যান্স আয়ের দেশ সৌদি আরব থেকে রেমিট্যান্স কমেছে ২৯ কোটি ডলার বা ২২.৮৫ ভাগ। একই অবস্থা দ্বিতীয় আয়ের দেশ সংযুক্ত আরব আমিরাতেরও। এই দেশ থেকে রেমিট্যান্স কম এসেছে ২৩ কোটি ডলার যা আগের অর্থ বছরের তুলনায় ২১ ভাগ কম।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন