ধানমন্ডি থেকে অর্ধকোটি টাকার তক্ষক উদ্ধার
রাজধানীর ধানমন্ডিতে অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার তক্ষক উদ্ধার করেছে বন মন্ত্রণালয়ের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা। তবে এই ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি।
আজ মঙ্গলবার দুপুরে ধানমন্ডি আবাহানী মাঠের পাশ থেকে ওই তক্ষকগুলো উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক সাংবাদিকদের জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন তক্ষক পাচার চক্রের সদস্যরা ১৫টি তক্ষক সংগ্রহ করে পাচারের প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদ পেয়ে ক্রেতা সেজে পাচার চক্রের দুই সদস্যের সাথে যোগাযোগ করা হয়।
তারা ১৫টি তক্ষক কিনতে ৫০ লাখ টাকা নিয়ে ধানমন্ডি আবাহনী মাঠের পশ্চিম পাশে আসতে বলে। এক পর্যায়ে আজ দুপুরে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা মাঠের পশ্চিম পাশে অবস্থান করতে থাকে। পাচার চক্রের সদস্যরা তক্ষক নিয়ে সেখানে আসতে থাকে। কিন্তু তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে ১৫টি তক্ষক ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো জব্দ করা হয়।
তিনি আরও বলেন, চক্রটি পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি থেকে তক্ষক ধরে জাপান, চীনসহ বিভিন্ন দেশে পাচার করে থাকে। এসব তক্ষক দিয়ে ক্যান্সার রোগের ওষুধ তৈরি করার কথা বলে বিদেশে পাচার করা হয়। উদ্ধারকৃত তক্ষকগুলো গাজীপুরের ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হবে জানান অসিম মল্লিক।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন