শনিবার, মে ১৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

নগ্ন মডেলদের পোশাক বদলের কক্ষে ঢুকে পড়তেন ট্রাম্প

২০০৫ সালে ১১ এপ্রিলের একটি ঘটনা। হাওয়ার্ড স্টার্নের রেডিও টকশোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প কিছু কথা বলেন, যা নতুন করে তাঁর বিরুদ্ধে সমালোচনার জন্ম দিয়েছে।

সেই টকশোতে রিপাবলিকান দল মনোনীত ট্রাম্প বলেন, ‘অনুষ্ঠানের আগে আমি মঞ্চের পেছনে যাব এবং দেখব সবাই পোশাক পরছে, প্রস্তুত হচ্ছে, সবকিছু্ই দেখব।’ তিনি বলেন, ‘আর আপনি জানেন, কোনোখানে কোনো পুরুষ নেই। আর প্রতিযোগিতার আমি যেহেতু মালিক, সব জায়গায় আমার যাওয়ার অনুমতি আছে এবং আমি এটা পরিদর্শন করি।’

এরপর হাওয়ার্ড স্টার্ন বলেন, ‘আপনি ডাক্তারের মতো।’

ট্রাম্প প্রতিউত্তর দেন : ‘সব কি ঠিক আছে? আপনি জানেন, তারা সেখানে কোনো কাপড় পরে ছিল না। আর দেখেন অবিশ্বাস্য চেহারার নারীরা সেখানে।’

লস অ্যাঞ্জেলেসভিত্তিক টিভি স্টেশন সিবিএস ২ বিষয়টি যাচাই করতে সাবেক মিস অ্যারিজোনা টাশা ডিক্সনের সঙ্গে যোগাযোগ করে। তিনি ২০০১ সালে অ্যারিজোনার সেরা সুন্দরী নির্বাচিত হন। ডিক্সন বলেন, যখন প্রতিযোগীরা নগ্ন, আধা নগ্ন বা পোশাক বদল করছিলেন তখন  ট্রাম্প তাঁদের কক্ষে প্রবেশ করেন।

বাজফিড নামের একটি সাময়িকী জানিয়েছে, ১৯৯৭ সালে মিস টিন ইউএসএ সুন্দরী প্রতিযোগিতায় পোশাক বদলের কক্ষে ঢুকে পড়েন ট্রাম্প। প্রতিযোগীদের মধ্যে ১৫ বছর বয়সী কিশোরীও ছিল। ওই প্রতিযোগীদের মধ্যে চারজন কথা বলেছেন বাজফিডের সঙ্গে। নাম প্রকাশের অনুমতি দিয়ে মারায়া বিলাডো বলেন, ‘আমি মনে করতে পারছি, আমি দ্রুত পোশাক পরছিলাম, হায় ঈশ্বর! আমি সেখান একজন পুরুষকে দেখেছিলাম।’ মারায়া মিস ভারমন্ট টিন ইউএসএ নির্বাচিত হয়েছিলেন।

এদিকে, সিবিএস ২-কে টাশা ডিক্সন ও অন্যরা কাপড় পরার সময় কক্ষে ট্রাম্পের ঢুকে পড়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘তিনি ধীরে হাঁটতে হাঁটতে ভেতরে চলে এলেন। গাউন বা কোনো ধরনের কাপড় পরার জন্য আমরা একটা সেকেন্ডও সময় পাইনি। কোনো কোনো মেয়ের ওপরে কাপড় ছিল না। অন্যরা নগ্ন ছিল।’

ডিক্সন বলেন, ‘তাঁর (ট্রাম্প) সঙ্গে আমাদের প্রথম পরিচয় হয় পোশাক বদলের ঘরে অথবা বিকিনি পরা অর্ধনগ্ন অবস্থায়।’ তিনি বলেন, ‘আমরা যখন নগ্ন, অর্ধ নগ্ন, শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকি, তখনই আমরা মালিককে (ট্রাম্প) ভেতরে আসতে দেখি। আর তাঁর লোকজন আমাদের বলত, তাঁর কাছে ঘেষতে, তাঁর সঙ্গে হাঁটতে, কথা বলতে এবং তার মনোযোগ কাড়তে।’ তিনি বলেন, এসব সুযোগ নেওয়ার কারণেই ট্রাম্প এই প্রতিযোগিতার মালিক হতেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল মারামারি

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল মারামারিতে জড়িয়েছেন আইনপ্রণেতারা। একটি আইনের সংস্কার নিয়েবিস্তারিত পড়ুন

বাণিজ্য সম্প্রসারন নিয়ে পুতিন-শির বৈঠক

 চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের একটি ‘নতুন যুগ’ সূচনার প্রতিশ্রুতি দেওয়ারবিস্তারিত পড়ুন

ভ্রমণ ভিসায় ভারতে যাতায়াত তিন দিন বন্ধ

আগামী ২০ মে থেকে ভারতের পশ্চিমবঙ্গ জেলার লোকসভা নির্বাচনের ভোটগ্রহণবিস্তারিত পড়ুন

  • পুতিন রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন 
  • নীতি সহায়তা যুক্ত হচ্ছে রফতানিতে
  • কানের ৭৭তম আসরের পর্দা উঠছে আজ
  • এক ভিসায় ভ্রমণ করা যাবে উপসাগরীয় ছয় দেশ
  • রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে নিরাপত্তা পরিষদের প্রধান করা হয়েছে
  • সেই পাঁচ রাজ্যে বাইডেনের চেয়ে এগিয়ে ট্রাম্প
  • গাজায় মানবিক কনভয়ে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ
  • দেশের রিজার্ভ কমে ১৮ বিলিয়ন ডলার
  • আফগানিস্তানে ভয়াবহ বন্যায় ৬০ জনের মৃত্যু, বহু নিখোঁজ
  • জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য করার প্রস্তাব পাস  
  • ফিলিস্তিনপন্থী পোস্টে রিঅ্যাক্ট দেওয়ায় চাকরিচ্যুত প্রধান শিক্ষিকা
  • ভিসাপ্রক্রিয়া সহজ করার ব্যাপারে আলোচনা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী