নামাজে কেরাত কত জোরে পড়া যাবে?
প্রশ্ন : আমি যখন জামাতে সালাত আদায় করব, তখন বৈঠকের দোয়া ও রুকু সেজদার তাসবিহ কতটুকু জোরে পড়ব? একাকী সালাত আদায় করার সময় কেরাত কতটুকু জোরে পড়ব?
উত্তর : গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যদি একাকী সালাত আদায় করেন, তাহলে কেরাত কতটুকু জোরে পড়বেন? ততটুকু জোরে পড়বেন, যতটুকু জোরে পড়লে আপনি নিজে শুনতে পান। এর বেশি নয়। এই আওয়াজ কখনোই মুখ থেকে বেরিয়ে যাবে না। তেমনিভাবে আপনি যখন কেরাত পড়বেন বা সালাতের মধ্যে সূরাগুলো পড়বেন,তখন আওয়াজটা আপনি নিজ কানে শুনতে পান, এতটুকু জোরে পড়াই যথেষ্ট। আর অন্যরা যাতে শুনতে না পায় সেভাবেই আপনি আদায় করবেন, যেই সালাতগুলোর মধ্যে কেরাতটা আস্তে পড়ার নির্দেশ রয়েছে। আর যেগুলোর মধ্যে কেরাত জোরে আওয়াজ করে পড়ার নির্দেশ রয়েছে, সেগুলোর মধ্যে আপনি আওয়াজ করে পড়তে পারেন। তাতে কোনো অসুবিধা নেই। পাশের লোক শুনলেও কোনো অসুবিধা নেই বা দূর থেকে যদি কেউ শুনতে পায়, তাতেও কোনো অসুবিধা নেই। যখন জামাতে সালাত আদায় করবেন, তখনো বৈঠকের দোয়া ও রুকু সেজদার তাসবিহগুলোও সেভাবে পড়াই উত্তম যাতে করে নিজে শোনা যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঈদের ছুটির পর বুধবার থেকে নতুন অফিস সময়সূচি
পবিত্র ঈদুল আজহার পর সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিতবিস্তারিত পড়ুন
সৌদিতে হজে বিভিন্ন দেশের ৫৫০ হাজির মৃত্যু
সৌদি আরবে এ বছর হজ পালনে গিয়ে কমপক্ষে ৫৫০ জনবিস্তারিত পড়ুন
ঈদে ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮ টি গবাদিপশু কোরবানি
এ বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ১ কোটি ৪বিস্তারিত পড়ুন