নাসিরের বোনের ছবিতে নোংরা কমেন্টকারীরা শনাক্ত
ফেসবুকে বোনের সঙ্গে তোলা ছবি পোস্ট দেয়ায় ক্রিকেটার নাসির হোসেনের পেইকজে নোংরা মন্তব্যকারীদের কয়েকজন শনাক্ত হয়েছে। যাদের সবাই শিক্ষার্থী বলে জানা গেছে।নাসিরের মুছে দেওয়া ছবির স্ক্রিনশট দেখে ওই নোংরা মন্তব্যকারীদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। ফেসবুক খুঁজে পরিচয় জানা গেছে। এতে কয়েকজনের নাম, পরিচয় ও ছবির সন্ধান পাওয়া যায়।
এখন পর্যন্ত পাওয়া মন্তব্যকারীদের মধ্যে রয়েছেন এমবিএ শিক্ষার্থী নূরে আলম সিদ্দীকী, অর্থনীতির শিক্ষার্থী হৃদয় আহমেদ শিপু। এছাড়া মুহাম্মদ নুরুল করিম আকিব, তাহসিন, আমিন মুহাম্মদ, তারেক হাসান রুমেল, মামুনর রশিদ, ফাহিম, আহামেদ সুমন নামের কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। যাদের অনেকেই নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট বর্তমানে বন্ধ রেখেছেন।
গত ২৫ জুন তিনি নিজের ফেসবুক পেজে ছোট বোনের সঙ্গে তোলা একটি সেলফি পোস্ট করেন। মূলত ছোট বোনের আবদার রক্ষা করতেই এ ছবি তোলা এবং ফেসবুকে পোস্ট করা। কিন্তু সেই ছবিতে অশ্লীল, কুরুচিপূর্ণ ও নোংরা মন্তব্যের হিড়িক দেখে নাসির ছবিটি ডিলিট করেন।
সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে হৈ চৈ পড়ে যায়। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের ফেসবুক পেজ বন্ধ করে দিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন