নিউমার্কেটে আগুনে দগ্ধ আরো ১ জনের মৃত্যু

রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারের ভাঙ্গারির দোকানে মঙ্গলবার গভীর রাতে আগুনে দগ্ধ আরো এক কর্মচারীর মৃত্যু হয়েছে। মৃত কর্মচারীর নাম সোহাগ। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সোহাগের মৃত্যু হয়। তার শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান চিকিৎসক। এর আগে মঙ্গলবার রাতে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আমজাদের মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ আরও দুই জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। দগ্ধরা হলেন : ইয়ামিন (২৫) ও মেহেদী (২০)। ইয়ামিনের শরীরের ১২ শতাংশ, মেহেদীর ৩২ শতাংশ দগ্ধ হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার রাতে নিউমার্কেট কাঁচাবাজারের একটি ভাঙ্গারির দোকানের ভেতর চার কর্মচারী আমজাদ, ইয়ামিন, মেহেদী ও সোহাগ ঘুমিয়ে ছিলেন। তারা মশার কয়েল জ্বালিয়েছিলেন। রাত পৌনে ২টার দিকে মশার কয়েল থেকে ওই দোকানে আগুন লেগে যায়। ঘুমন্ত ওই চারজন আগুনের লেলিহান শিখা টের পেয়ে বের হওয়ার আগেই দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। দগ্ধ চারজনকে উদ্ধার করে রাতে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নেয়া হয়। এ সময় চিকিৎসক আমজাদকে মৃত ঘোষণা করেন। ইয়ামিন, মেহেদী ও সোহাগকে হাসপাতালে ভর্তি করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন