রবিবার, মে ৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

নিজেকে নির্দোষ দাবি করে বিসিবির দারস্থ লালমাটিয়ার অধিনায়ক

চার বলে ৯২ রান দেওয়ায় লালমাটিয়া ক্লাবের বোলার সুজন আহমেদকে দশ বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে কপাল পুড়েছে ম্যাচের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক ফয়সাল আহমেদ বনির। সেদিন দলের নিয়মিত অধিনায়ক নিলয়ের অনুপস্থিতিতে ঢাকার দ্বিতীয় বিভাগ ক্রিকেটে অ্যাক্সিওমের বিপক্ষে অধিনায়কের দায়িত্ব পালন করেন বনি।

এই ঘটনার কারণ অনুসন্ধানে ঘটিত তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনের উপর ভিত্তি করে লালমাটিয়ার দায়িত্বরত অধিনায়ক বনিকেও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে বিসিবি। এখানেই শেষ নয়, একই মেয়াদে নিষিদ্ধ হয়েছেন ক্লাবটির কোচ ও সেক্রেটারি আদনান রহমান দিপনও। তবে নিজেকে নির্দোষ দাবি করছেন অধিনায়কের দায়িত্বে থাকা বনি। রোববার বিসিবির কার্যালয়ে উপস্থিত হয়ে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি।

এ প্রসঙ্গে বনি বলেন, ‘একটা ম্যাচেই আমি অধিনায়ক ছিলাম। দলের নিয়মিত অধিনায়ক নিলয়। সেদিন ওর ইনডোরে খেলা ছিলো। এজন্য ওই ম্যাচের দিন সকালে আমাকে অধিনায়কত্ব দেওয়া হয়েছিলো। আমি আসলে কিছুই জানতাম না। এটা পূর্ব পরিকল্পিত কোনো ঘটনাও না। বোর্ড যেন বুঝতে পারে আমি কিছু করি নাই। এজন্যই বিসিবির কাছে আসা।’

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের সাথে দেখা করেও নিজেকে নির্দোষ দাবি করেছেন দ্বিতীয় বিভাগের এই ক্রিকেটার, ‘সুজন ভাইয়ের সাথে দেখা হয়েছে। তার সাথে কথা বলেছি। তাকেও জানিয়েছি আমি কিছু জানতাম না। তিনি বলেছেন তুমি চিঠিটা জমা দিয়ে যাও আমরা দেখছি কি করা যায়।’

বনির প্রত্যাশা তাকে ক্ষমা করে দেবে বোর্ড। ক্ষমা না পেলেও অন্তত নিষেধাজ্ঞা মেয়াদ কিছুটা হলেও কমবে, ‘আমার আসার উদ্দেশ্য এটাই যে, বোর্ড যেন আমাকে ক্ষমা করে খেলার সুযোগ করে দেয়। বোর্ডের নিষেধাজ্ঞা থেকে বের হওয়ার জন্য এখানে এসেছি। ক্ষমা চেয়ে চিঠিও জমা দিয়েছি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।’

ক্রিকেট খেলে ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে ‘নিষিদ্ধ’ এই ক্রিকেটার বলেন, ‘ক্রিকেট নিয়ে আরও ভালো কিছু করার ইচ্ছা আছে। এজন্যই এখানে এসেছি। না হলে এখানে আসতাম না।’

বোলার সুজন মাহমুদ একের পর এক নো বল ছুঁড়েছেন। প্রতিপক্ষের ঝুলিতে জমা হয়েছে রান। কিন্তু অধিনায়ক হিসেবে বোলারকে কেন নিয়ন্ত্রণ করেননি জানতে চাইলে বনি বলেন, ‘আমারও নিয়ন্ত্রণে ছিলো না। আমি বলেছি, কিন্তু আমার কথা শোনে নাই। ওভাবেই বল করছে। ওভার শেষ না হলে তো আমি বোলার পরিবর্তন করতে পারবো না। আমি বোর্ডকেও বলেছি, এখানে আমার কিছুই করার ছিলো না। ম্যাচের ভেতর আমি নিজেও বুঝতে পারিনি। হয়ে গেছে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নাম ঘোষণা

এক মাস পরেই শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট খেলা। আইসিসির প্রকাশিত তালিকাবিস্তারিত পড়ুন

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস

আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ানবিস্তারিত পড়ুন

  • তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের
  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী
  • পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ