নিজের অর্ধনগ্ন ছবি ইন্টারনেটে ছাড়তে বাধ্য হলো এই মা! কারণটা সত্যিই বিস্ময়কর…
মাত্র চার মাস আগেই ফুটফুটে একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন লেক্সি। সম্প্রতি একটি সুইমিংপুলে নিজের ছেলেকে নিয়ে সাঁতার কাটতে গিয়েছিলেন সদ্য মা হওয়া এই মহিলা।
মা হওয়া মানেই কি মহিলারা আর নিজেদের পছ্ন্দ অনুযায়ী পোশাক পরতে পারবেন না? মা হওয়ার অব্যহিত পরেই মহিলারা খোলামেলা পোশাক পরলেই তাঁদেরকে নানারকম টিটকিরি, ব্যঙ্গ করা হয়। এই প্রবণতারই যোগ্য জবাব দিলেন আমেরিকার কানসাস সিটির বাসিন্দা লেক্সি সিনক্লেয়ার নামে এক মহিলা।
মাত্র চার মাস আগেই ফুটফুটে একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন লেক্সি। সম্প্রতি একটি সুইমিংপুলে নিজের ছেলেকে নিয়ে সাঁতার কাটতে গিয়েছিলেন সদ্য মা হওয়া এই মহিলা। তখন তিনি বিকিনি পরে ছিলেন। হঠাৎই মধ্যবয়সি এক মহিলা এসে লেক্সির সঙ্গে আলাপ জমান। প্রথমে লেক্সির সন্তানের সম্পর্কে খোঁজখবর নেওয়ার পরে আসল কথাটি বলেন ওই মহিলা। লেক্সিকে পরামর্শ দিয়ে তিনি বলেন, পুলের চারপাশে থাকা পুরুষদের লেক্সিকে বিকিনিতে দেখে অস্বস্তি হচ্ছে। কারণ, মাত্র চার মাস আগে সন্তানের জন্ম দেওয়ায় তাঁর পেটের স্ট্রেচমার্কসগুলো এখনও স্পষ্ট। ফলে বিকিনি না পরে লেক্সিকে সুইম স্যুট পরার পরামর্শ দেন তিনি। পুরো ঘটনার বর্ণনা দিয়ে মহিলাকে ফেসবুকে যোগ্য জবাব দিয়েছেন লেক্সি। তিনি লিখেছেন, ‘আমি আমার শরীর নিয়ে গর্বিত। হতে পারে স্ট্রেচমার্কগুলোর জন্য বিকিনি পরলে আমায় ততটা সেক্সি লাগছে না, কিন্তু আমি যে অমূল্য উপহারটা আমার সন্তানের মাধ্যমে পেয়েছি, ওই স্ট্রেচমার্কগুলো তারই সাক্ষী। আমার গর্ভে আমি একটি প্রাণকে তিল তিল করে বড় করেছি। কে কী বলল, তাতে আমার কিছু যায় আসে না। কারণ আমার স্বামী আমায় ভালবাসেন আর তাঁর চোখে মা হওয়ার পরে আমি আরও সুন্দর আর সেক্সি হয়ে উঠেছি।’
লেক্সির ফেসবুক পোস্ট।
লেক্সির এই টুইট নিঃসন্দেহে সব মহিলাদের তো বটেই, বিশেষত যাঁরা সদ্য মা হয়েছেন অথবা যাঁরা মা হতে চলেছেন, তাঁদের সাহস জোগাবে। শুধু তাই নয়, শারীরিক সৌন্দর্যটাই যে সব কিছু নয়, সেই বার্তাটাই জোরালোভাবে দিলেন এই মা।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন