নৌকা বাঁচাতে এক মঞ্চে মোরেলগঞ্জ আওয়ামী লীগ
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় নৌকা প্রতীকের জয় নিশ্চিত করতে দ্বিধা বিভক্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন এক মঞ্চে।
আজ বুধবার বিকেল ৫টায় পৌরপার্কে অনুষ্ঠিত এক কর্মী সভায় এমনই দেখা গেছে। প্রার্থী বাছাই নিয়ে এবং প্রতীক বরাদ্দ হওয়ার পরেও এখানে গ্রুপিং চাঙ্গা ছিলো।
নৌকা প্রতীকের পক্ষে আহুত এই কর্মী সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আমিরুল আলম মিলন। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস. এম কামাল। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ. এম বদিউজ্জামান সোহাগ, সাবেক উপজেলা চেয়ারম্যান এনামুল হক রিপন ও মিজানুর রহমান জনি।
সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা আ. লীগ সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক।
কর্মী সভায় নৌকার জয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ আহ্বান জানান বক্তারা। বক্তারা নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য সকল নেতাকর্মীকে নির্দেশ দেন।
সম্প্রতি প্রচারে যোগ দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ. এম বদিউজ্জামান সোহাগ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান জনিসহ অনেকে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আমিরুল আলম মিলন, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, সহসভাপতি লিয়াকত আলী খান ও ইব্রাহীম হোসেন হাওলাদার আরো আগেই মাঠে নেমেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন