পপির সোনাবন্ধুর খবর কী?

বেশ কয়েকমাস ধরে এফডিসিতে টাঙ্গিয়ে রাখা হয়েছে পপি, পরীমনি ও ডিএ তায়েব অভিনীত ছবি ‘সোনাবন্ধু’র বিশাল পোস্টার। চিত্রপাড়ার গেট দিয়ে প্রবেশের পরই সবার নজরে পড়ে পোস্টারটি।
কয়েকমাস আগে খোঁজ নিয়ে জানা গেছে, ছবির শুটিং প্রায় শেষের পথে। কিছু শুটিং বাকি। শুটিং শেষ করার পর টেকনিক্যাল কাজ শেষ করে মুক্তির জন্য প্রস্তুত করা হবে।
সে সময় ছবিটির নায়িকা পপির কাছে জানতে চাওয়া হলে তিনিও বলেছিলেন তার কিছু অংশের শুটিং বাকি রয়েছে। এরপরই ডাবিংয়ে অংশ নেব। এমন কথার পর বেশ কয়েকমাস চলে গেলেও এখনও বাকি থাকা শুটিং শেষ করা হয়নি। তিন চার মাস আগে পপির মুখে যে কথা শোনা গেছে এখনও সে কথাই বলছেন।
গতকাল পপির কাছে সোনাবন্ধু ছবির আপডেট কী জানতে চাইলে তিনি বলেন, ‘সামান্য অংশের শুটিং বাকি। কয়েকদিন লাগার কথা। কিন্তু কেউ তো কিছু বলছেন না। ডাবিংও শুরু হওয়ার কথা। তারও কোনো ডাক আসছে না।’
এ ছবিটির মাধ্যমে প্রথমবার একসঙ্গে পপি, পরীমনি ও ডিএ তায়েব অভিনয় করছেন। ঢাকা, টাঙ্গাইল ও দেশের বিভিন্ন স্থানে দৃশ্য ধারণের পর অবশেষে শেষ হয়েছে ছবির নব্বই ভাগ শুটিং।
শুভ টেলিফিল্মসের ব্যানারে নির্মিত এ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ম.ম রুবেল। সামাজিক প্রেক্ষাপটের গল্প নিয়ে এগিয়েছে। ছবিতে বারী সিদ্দিকী, মমতাজ, সালমাসহ আরও অনেকের গান রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন