পবিত্র আল কুরআন তেলাওয়াতের ১০টি সুন্নতী আদব, যা প্রতিটি মুসলমানের জানা খুবই জরুরি !!
মনবতার মুক্তির দিশারী মহাগুন্থ আল কুরআন। এই কিতাব মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর উপর নাযিল হয়েছে। মুসলমানদের সংবিধান পবিত্র কুরআন। সয়ং রাসূল (সা.) যথাযথ আদবের সাথে তেলাওয়াত করতেন কুরআন মজীদ।
১. আল্লাহ উদ্দেশ্যে ইবাদাত মনে করে পড়া।
২. মন স্থির করা এ লক্ষে যে আমি আল্লাহ তা’য়ার সাথে কথোপকতন করছি।
৩. আয়াত পাঠের সময় তাঁকে সম্মান দেখানো এবং তাঁর মহত্ব বোঝা।
৪. বিনয়-নম্রতা এবং আয়াতের অর্থ বোঝার চেষ্টা নিয়ে পাঠ করা।
৫. পবিত্র অবস্থায় পাঠ করা।
৬. পবিত্র স্থানে পাঠ করা।
৭. পাঠের পূর্বে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা।
৮. সম্ভবে কিবলা মূখী হওয়া।
৯. সুন্দর সূরে পাঠ করা।
১০. হাসি বা রসিকতা নিয়ে না পড়া।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঈদের ছুটির পর বুধবার থেকে নতুন অফিস সময়সূচি
পবিত্র ঈদুল আজহার পর সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিতবিস্তারিত পড়ুন
সৌদিতে হজে বিভিন্ন দেশের ৫৫০ হাজির মৃত্যু
সৌদি আরবে এ বছর হজ পালনে গিয়ে কমপক্ষে ৫৫০ জনবিস্তারিত পড়ুন
ঈদে ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮ টি গবাদিপশু কোরবানি
এ বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ১ কোটি ৪বিস্তারিত পড়ুন