পবিত্র কোরআনে পুরুষদের পোশাকের কথা কী বলা হয়েছে?
প্রশ্ন : কোরআন শরিফে পুরুষদের পোশাকের কথা লেখা বা বলা হয়েছে কি? তা জানতে চাই।
উত্তর : পোশাকের ব্যাপারে কোরআনে কারিমের সূরা আরাফে আল্লাহ সুবানাহুতায়ালা বলেছেন, ‘তোমাদের জন্য আমি লেবাস বা পোশাক অবতীর্ণ করেছি, যে পোশাকের মাধ্যমে তোমরা তোমাদের লজ্জাস্থানকে ঢাকবে এবং এমন পোশাক, যেগুলোর মাধ্যমে নিজেদের সৌন্দর্য গ্রহণ করবে।’
অর্থাৎ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবানাহুতায়ালা পোশাককে দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে সৌন্দর্যের পোশাক, আরেকটা হচ্ছে লজ্জাস্থানকে আবৃত করার পোশাক। এটা হচ্ছে ফরজ বা বাধ্যতামূলক পোশাক। অবশ্যই পরতে হবে। প্রত্যেক বনি আদমের জন্য এটা বাধ্যতামূলক। এই লজ্জাস্থান না ঢাকলে কিন্তু সত্যিকার মানবসভ্যতার যে পরিচয় আছে, তা থেকে বাইরে চলে যাবেন।
আরেকটি হলো আল্লাহ সুবানাহুতায়ালা বলেছেন, ‘সৌন্দর্যের বিষয়ও আছে।’ যেমন : মাথায় টুপি দিলেন, চশমা দিলেন ইত্যাদি সৌন্দর্যের জন্য বহু ধরনের পোশাক রয়েছে।
এটাকেও আল্লাহতায়ালা বলেছেন পোশাক। পোশাককে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো বাধ্যতামূলক পোশাক। আরেকটা হচ্ছে সৌন্দর্যের পোশাক। দুটির কথাই কোরআনে কারিমের মধ্যে উল্লেখ রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঈদের ছুটির পর বুধবার থেকে নতুন অফিস সময়সূচি
পবিত্র ঈদুল আজহার পর সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিতবিস্তারিত পড়ুন
সৌদিতে হজে বিভিন্ন দেশের ৫৫০ হাজির মৃত্যু
সৌদি আরবে এ বছর হজ পালনে গিয়ে কমপক্ষে ৫৫০ জনবিস্তারিত পড়ুন
ঈদে ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮ টি গবাদিপশু কোরবানি
এ বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ১ কোটি ৪বিস্তারিত পড়ুন