পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান রাবি কর্তৃপক্ষের
রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান জানিয়েছে।
সম্প্রতি বিশ^বিদ্যালয় রেজিস্ট্রার দপ্তর থেকে এক নোটিশের মাধ্যমে এ আহ্বান জানানো হয়। নোটিশে ক্যাম্পসের যে কোনো স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী পরিচয়পত্র দেখানোর জন্যও বলা হয়েছে।
রেজিস্ট্রার দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ^বিদ্যালয় চত্বরে অবস্থানকালে সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বা বিশ^বিদ্যালয় প্রক্টরিয়াল বডি বা কর্তৃপক্ষ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত যেকোনো ব্যক্তি বিশ^বিদ্যালয় প্রবেশ গেট কিংবা বিশ^বিদ্যালয়ের অভ্যন্তরে যে কোনো স্থানে চাহিদা অনুযায়ী পরিচয়পত্র যাচাই করতে পারবেন।’
শনিবার দুপুরে বিশ^বিদ্যালয় প্রক্টর অধ্যাপক মো. ড. মজিবুল হক আজাদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, সম্প্রতি অধ্যাপক রেজাউল করিম হত্যাসহ সারাদেশে জঙ্গি হামলার ঘটনায় বিশ^বিদ্যালয় পরিবার উদ্বিগ্ন। তাই আইন-শৃঙ্খলা বাহিনীর পরামর্শ অনুসারে শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিশ^বিদ্যালয় সম্পদ রাক্ষার্র্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় কাজ ছাড়া শিক্ষার্থীদের সন্ধ্যার পর হল থেকে বের না হওয়ারও আহ্বান জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন