পাক-ভারতের মাটি দিয়ে আদম দেহ তৈরি
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, হযরত রাসূল করীম (সাঃ) বলেন, আল্লাহ্ তায়ালা আদি মানব হযরত আদম (আঃ)-কে দুনিয়ার বিভিন্ন স্থানের মৃত্তিকার দ্বারা সৃষ্টি করিয়াছেন। কা’বা গৃহের মৃত্তিকার দ্বারা মস্তক, পাক-ভারতের মৃত্তিকার দ্বারা পেট ও পৃষ্ঠদেশ, দুনিয়ার পূর্ব সীমান্তের মৃত্তিকার দ্বারা দুই হাত এবং পশ্চিম সীমান্তের মৃত্তিকার দ্বারা দুই পা সৃষ্টি করিয়াছেন।
আর একটি বর্ণনা আছে, বাইতুল মুকাদ্দাসের মৃত্তিকার দ্বারা হযরত আদম (আঃ)-এর মস্তক, বেহেশতের মৃত্তিকার দ্বারা তাঁহার মুখমণ্ডল, পাক-ভারতের মৃত্তিকার দ্বারা তাঁহার হস্তদ্বয়, ইরাকের মৃত্তিকার দ্বারা তাঁহার পৃষ্ঠদেশ, জান্নাতুল ফেরদাউসের মৃত্তিকার দ্বারা তাঁহার কলিজা, তায়েফের মৃত্তিকার দ্বারা তাঁহার জিহ্বা, হাউজে কাউছারের মৃত্তিকার দ্বারা তাঁহার চক্ষুদ্বয়, পর্বতের মৃত্তিকার দ্বারা তাঁহার মেরুদণ্ড ও বাবেলের মৃত্তিকার দ্বারা তাঁহার অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ তৈরি করা হয়েছে।
অন্য হাদীসে বর্ণিত হইয়াছে যে, তাঁহার মস্তক মক্কা শরীফের মাটির দ্বারা, ঘাড় বাইতুল মুকাদ্দাসের মাটি দ্বারা, পেট ও পিঠ আদনের মৃত্তিকার দ্বারা, হস্তদ্বয় পাক-ভারতের মাটির দ্বারা, পদদ্বয় দুনিয়ার পূর্ব সীমান্তের মাটির দ্বারা এবং অস্থি, চর্ম ও মাংস পশ্চিম সীমান্তের মাটির দ্বারা সৃষ্টি করা হইয়াছে। এইভাবে হযরত আদম (আঃ)- এর দেহ তৈরি করার পর উহা বেহেশতের একপ্রান্তে একাধারে চল্লিশ বৎসর পর্যন্ত সংরক্ষিত হইল।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঈদের ছুটির পর বুধবার থেকে নতুন অফিস সময়সূচি
পবিত্র ঈদুল আজহার পর সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিতবিস্তারিত পড়ুন
সৌদিতে হজে বিভিন্ন দেশের ৫৫০ হাজির মৃত্যু
সৌদি আরবে এ বছর হজ পালনে গিয়ে কমপক্ষে ৫৫০ জনবিস্তারিত পড়ুন
ঈদে ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮ টি গবাদিপশু কোরবানি
এ বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ১ কোটি ৪বিস্তারিত পড়ুন