পানশালায় ডাকাত, চুমু খেতে ব্যস্ত প্রেমিক-প্রেমিকা তাকালেন না পর্যন্ত, দেখুন [ভিডিও]
ওই ডাকাতরা যখন বন্দুক হাতে পানশালা দাপিয়ে বেড়াচ্ছে তখনও প্রেমিক-প্রেমিকার হুঁশ নেই কোনও। তাঁরা আশেপাশের ঘটনার দিকে তাকাচ্ছেন না পর্যন্ত। ডাকাতরা ক্যাশবাক্স লুট করে চলে যাওয়া অবদি তাঁরা নির্বিকার ভাবে চুমুই খেয়ে গিয়েছিলেন।
কথায় বলে প্রেম অন্ধ হয়। কথাটাকে যেন আক্ষরিক অর্থেই প্রমাণ করে দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক প্রণয়ী যুগল।
মন্টানা অঞ্চলের একটি পানশালা তথা ক্যাসিনোয় কিছুদিন আগে ডাকাত পড়েছিল। দুই পুরুষ ও এক মহিলা সহ তিন জনের একটি ডাকাত দল ওই পানশালায় ঢোকে মাঝ রাতের একটু পরে। পানশালায় এক যুগল তখন মগ্ন হয়ে চুমু খাচ্ছেন একে অপরকে। পানশালার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে যে, ওই ডাকাতরা যখন বন্দুক হাতে পানশালা দাপিয়ে বেড়াচ্ছে তখনও প্রেমিক-প্রেমিকার হুঁশ নেই কোনও। তাঁরা আশেপাশের ঘটনার দিকে তাকাচ্ছেন না পর্যন্ত। ডাকাতরা ক্যাশবাক্স লুট করে চলে যাওয়া অবদি তাঁরা নির্বিকার ভাবে চুমুই খেয়ে গিয়েছিলেন।
লুটপাটের ঘটনায় কেউ অবশ্য হতাহত হননি।
আপনাদের জন্য রইল সেই সিসিটিভি ফুটেজ—
https://youtu.be/BNEO_PY6bv0
এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন