শনিবার, মে ৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

মুশফিককে পেয়ে সন্তুষ্ট মোহামেডান কোচ

ব্যাট হাতে খুব একটা ভালো সময় কাটছে না বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের। আগামী ২২ এপ্রিল থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। এই লিগের জন্য গত রোববার প্লেয়ার্স ড্রাফটে মুশফিককে দলে ভিড়িয়েছে মোহামেডান। বাংলাদেশ দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে দলে পেয়ে দারুণ উচ্ছ্বসিত মোহামেডান কোচ সোহেল ইসলাম।

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের জন্য দলগুলো অনুশীলন শুরু করেছে। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলন করে মোহামেডান ক্লাব। অনুশীলনের চলাকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মোহামেডানের কোচ সোহেল ইসলাম।

এবার মোহামেডানে খেলবেন মুশফিক। এ বিষয়ে মোহামেডান কোচ বলেন, ‘আপনারা জানেন যে, মুশফিক বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের একজন। স্বাভাবিকভাবে মুশফিককে দলে পেয়ে আমরা আনন্দিত। ও যেখানে ব্যাটিং করে, সেখান থেকে ও (মুশফিক) যদি লম্বা একটা সময় খেলতে পারে, সেটা আমাদের দলের জন্য খুব ভালো হবে।’

ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপের শেষ দিকে ফর্মে ফেরার কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন মুশফিক। যদিও তার সেরা খেলাটা খেলতে পারেননি ওই আসরে। তবে ফর্মে ফিরলে তিনি কতটা কার্যকরী তা ভালো করেই জানা রয়েছে মোহামেডান কোচের। তাই তার জন্য অনুশীলনের সকল ধরণের সুবিধা দেয়া হবে বলে জানান তিনি।

এ প্রসঙ্গে মোহামেডান কোচ সোহেল ইসলাম বলেন, ‘ওর (মুশফিক) যে ধরনের অনুশীলন সুবিধা দরকার, তার সবই মোহামেডান দিচ্ছে। আর আমরা আপাতত একাডেমিতেই অনুশীলন করবো। এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে। তাই মুশফিক যেভাবে অনুশীলন চায়, সেভাবেই দেয়া হবে।’

এবারের দলটি ভারসাম্যপূর্ণ হয়েছে বলে মনে করেন মোহামেডানের এই কোচ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দলটি ভারসাম্যপূর্ণ হয়েছে। প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল হয়েছে। স্বাভাবিকভাবেই পুরোপুরি মনমতো করা সম্ভব হয়নি। স্পিন এবং ব্যাটিং বিভাগ ভালো আছে। এখন আমাদের পেস বিভাগটাও একটু ভালো করতে হবে। আশা করি লিগে আমরা ভালো কিছুই করতে পারবো।’

বিদেশি ক্রিকেটার এখনও ঠিক করতে পারেনি মোহামেডান। বিদেশি কোটার পছন্দ প্রসঙ্গে সোহেল ইসলাম বলেন, ‘টপ অর্ডারে আমরা একজন ভালো ব্যাটসম্যান খুঁজছি। যে বোলিংটাও করতে দিতে পারবে। আমাদের কথা চলছে। দুই চারজনের সঙ্গে আমাদের কথা চলছে। আমরা আসলে একজন ব্যাটিং অলরাউন্ডার খুঁজছি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস

আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ানবিস্তারিত পড়ুন

তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের

টস জিতে ব্যাট নেওয়া শ্রীলঙ্কা জানিত লিয়ানাগের সেঞ্চুরিতে ভর করবিস্তারিত পড়ুন

  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী
  • পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
  • সপরিবারে এশিয়া কাপে নান্নু, খালি বাসায় চোরদের হানা