শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

পাবনায় বাপ-বেটার ভোটযুদ্ধ

পাবনা: জেলার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নে ছেলের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছেন বাবা। ছেলে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় মাঠ কাঁপাচ্ছেন। আর বাবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছেলের বিরুদ্ধে ভোটের মাঠে লড়াইয়ে নেমেছেন।

ছেলে ফারুক হোসেন মাজপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। বিএনপি থেকে তাকে মনোনয়ন দেয়া হয়েছে। বাবা বিশিষ্ট মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রেনু মাজপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) ছেলে ফারুক হোসেন আটঘরিয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র জমা দেয়ার পরেই বাবা আনোয়ার হোসেন রেনুও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে, ছেলের বিরুদ্ধে বাবার ভোটযুদ্ধে নামার ঘটনায় পুরো জেলাজুড়ে শুরু হয়েছে তর্কবিতর্ক। কেউ বলছেন, বাবা-ছেলের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে, তাই তারা ভোটযুদ্ধে মুখোমুখি হয়েছেন। তবে গ্রামবাসীর মতে, পারিবারিক বিরোধ গড়িয়েছে নির্বাচনী মাঠে।

এ বিষয়ে ছেলে ফারুক হোসেনের ভাষ্য হচ্ছে, ‘আমি বর্তমান চেয়ারম্যান। আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে আমার ইউনিয়নে। আবার বিএনপির মনোনয়ন পেয়েছি। দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমাও দিয়েছি। আমার বিরুদ্ধে আমার বাবা প্রার্থী হয়েছে। ভোটের আগেই হয়তো সমঝোতা হয়ে যাবে। আর গণতান্ত্রিক দেশে তো যে কেউ প্রার্থী হতেই পারে।’

তবে বাবা আনোয়ার হোসেন রেনু খানিকটা ক্ষোভের সুরে বলেন, ‘আমি আটঘরিয়া উপজেলার চেয়ারম্যান ছিলাম। মাজপাড়া ইউনিয়নেরও চেয়ারম্যান ছিলাম। আমিই এই ইউনিয়নের একমাত্র যোগ্য প্রার্থী। আমাদের পারিবারিক দ্বন্দ্বের কারণে আমার ছেলে আমার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছে।’

প্রসঙ্গত, চতুর্থধাপে ইউপি নির্বাচনে আটঘরিয়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে চেয়ারম্যান পদে ৩১ জন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে ৬৪ জন আর সাধারণ সদস্য পদে ২শ’ ২৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। দলীয় সূত্র জানায়, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থীও রয়েছে।

আটঘরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, উপজেলার ৫ ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ৫ জন, বিএনপির ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রাথী ৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাবনায় ভুয়া মেজর মমিনুল ইসলাম গ্রেপ্তার

পাবনার আটঘরিয়ায় মমিনুল ইসলাম নামে এক ভুয়া মেজরকে গ্রেপ্তার করেছেবিস্তারিত পড়ুন

পাবনায় নারীকে চুল কেটে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

পাবনার আটঘরিয়ায় দেহ ব্যবসার অপবাদ দিয়ে এক নারীর চুল কেটেবিস্তারিত পড়ুন

পাবনায় দুই দিনে নববধু সহ ৬ জনের আত্মহত্যা

পাবনার চাটমোহর উপজেলার বিভিন্নস্থানে গত দুই দিনে নববধু ও স্কুলবিস্তারিত পড়ুন

  • মুঠোফোনে প্রেম অতঃপর তালাকপ্রাপ্ত এক গৃহবধূকে গণধর্ষণ, আটক ৪
  • ২০০০ টাকা ঋণ নিতে গিয়ে গণধর্ষণের শিকার!
  • পাবনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
  • পাবনায় ধর্ষণ মামলায় ক্লিনিক মালিক আটক
  • স্ত্রীর ওড়নায় স্বামীর আত্মহত্যা
  • পাবনায় বাস উল্টে নিহত ৩
  • পাবনায় গর্ভের সন্তানকে নষ্ট করতে রাজি হয়নি স্ত্রী, অতঃপর যা করলেন স্বামী জানলে চমকে যাবেন–
  • পাবনায় বিলের মধ্যে থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
  • পাবনায় যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা
  • পাবনায় গির্জার নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যাচেষ্টা
  • পাবনায় আখ ক্ষেতে গৃহবধূর লাশ !
  • মুত্যুর কারন যে সিগারেট তার দাম বেশি নেওয়ায় জরিমানা