পাবনায় বিজ্ঞপ্তি প্রকাশের এক মাস আগেই মাদ্রাসায় নিয়োগ সম্পন্ন !
পাবনায় বিজ্ঞপ্তি প্রকাশের এক মাস আগেই মাদ্রাসায় নিয়োগ সম্পন্ন করা হয়েছে। পাবনা সদর উপজেলার মাহমুদপুর ইসলামীয়া আলীম মাদরাসায় এই চাঞ্চল্যেকর দুর্নীতির ঘটনাটি ঘটে।
মাদরাসার অধ্যক্ষ এম এ খালেক সভাপতিকে ভুল তথ্য দিয়ে এবং পরিচালনা পরিষদের প্রভাবশালী সদস্য জালাল উদ্দিন বিশ্বাসের যোগসাজশে এই নিয়োগ সম্পন্ন করা হয়।
প্রাপ্ত অভিযোগে জানা যায়, মাহমুদপুর ইসলামীয়া আলীম মাদরাসা কোড নং-১৩৪২১। একজন প্রভাষক আরবী ও একজন সহকারী শিক্ষক বাংলা/সমাজবিজ্ঞান পদে নিয়োগের জন্য গত ৩ নভেম্বর ২০১৫ তারিখে স্থানীয় একটি দৈনিক ও জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ হয়। কিন্তু শিক্ষা মন্ত্রনালয় ২০১৫ সালের ২২শে অক্টোবর এক সার্কুলারে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ বন্ধ করে এনটিআরসি এর মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত দিয়ে গেজেট আকারে প্রকাশ করে। দুর্নীতিবাজ অধ্যক্ষ সুযোগটি হাত ছাড়া হয়ে যাওয়ায় সরকারী কোন প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে প্রায় ২৫ লক্ষ টাকা ঘুষ নিয়ে ২০১৫ সালের ৩ অক্টোবর কোন প্রকার নিয়োগ পরীক্ষা ছাড়াই স্বামী-স্ত্রীকে নিয়োগ দেন।
এখানে আশ্চর্য্যের বিষয় হচ্ছে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের এক মাস পূর্বে নিয়োগ দেওয়া হয়। সরকারী নিয়মানুযায়ী উপজেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কর্মকর্তা ও একজন সরকারী কলেজের অধ্যক্ষ উপস্থিত থেকে নিয়োগ পরীক্ষার মাধ্যমে নিয়োগ চূড়ান্ত করার কথা থাকলেও রহস্যজনক ভাবে মাদরাসার অধ্যক্ষ কর্তৃপক্ষকে ম্যানেজ করে দুর্নীতির মাধ্যমে ঐ সব পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে মাদরাসার অভিভাবক মোঃ শুকুর আলী, আলতাব হোসেন, আব্দুল হালিম, মাহমুদ আলম, শিরাই, রাজ্জাক, কাশেম ও কালামগণ অভিযোগ করেছেন।
অভিযোগকারীগণ সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুর্নীতিবাজ অধ্যক্ষের শাস্তির দাবী জানিয়েছেন। এ ব্যাপারে মাদরাসার অধ্যক্ষ এম এ খালেকের সঙ্গে যোগাযোগ করা হলে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
পাবনায় ভুয়া মেজর মমিনুল ইসলাম গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় মমিনুল ইসলাম নামে এক ভুয়া মেজরকে গ্রেপ্তার করেছেবিস্তারিত পড়ুন
পাবনায় নারীকে চুল কেটে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় দেহ ব্যবসার অপবাদ দিয়ে এক নারীর চুল কেটেবিস্তারিত পড়ুন
পাবনায় দুই দিনে নববধু সহ ৬ জনের আত্মহত্যা
পাবনার চাটমোহর উপজেলার বিভিন্নস্থানে গত দুই দিনে নববধু ও স্কুলবিস্তারিত পড়ুন