পাবনায় যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা
পাবনা : জেলার চরঘোষপুর গ্রামে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছ তার পাষণ্ড স্বামী। হত্যার পর স্বামীসহ পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।
রোববার রাতের কোনো এক সময়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়। সোমবার সকাল ৯টার দিক সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল সদর উপজেলার ঘোষপুর গ্রামে গিয়ে গৃহবধুর লাশ উদ্ধার করেছ।
জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) কর্মকর্তা (ডিআইও-১) এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার চর শানিকদিয়ার গ্রামের ফজলুল হকের মেয়ে জলি খাতুনের (২৪) সঙ্গে চর ঘোষপুর গ্রামের শিমুলের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী যৌতুক দাবি করে আসছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। রোববার রাতের কোনো এক সময়ে পাষণ্ড স্বামী শিমুল নিজ বাড়িতে স্ত্রী জলি খাতুনকে পিটিয়ে হত্যা করে।
গ্রামবাসীরা জানায়, তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার পর স্বামীসহ পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানার প্রস্তুতি ও মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পাবনায় ভুয়া মেজর মমিনুল ইসলাম গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় মমিনুল ইসলাম নামে এক ভুয়া মেজরকে গ্রেপ্তার করেছেবিস্তারিত পড়ুন
পাবনায় নারীকে চুল কেটে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার
পাবনার আটঘরিয়ায় দেহ ব্যবসার অপবাদ দিয়ে এক নারীর চুল কেটেবিস্তারিত পড়ুন

পাবনায় দুই দিনে নববধু সহ ৬ জনের আত্মহত্যা
পাবনার চাটমোহর উপজেলার বিভিন্নস্থানে গত দুই দিনে নববধু ও স্কুলবিস্তারিত পড়ুন