পাহাড়ি মেয়েরা বৈসাবি মেলায় মেতেছে
রাঙামাটিতে বৈসাবি মেলায় মেতে উঠেছে পাহাড়ি মেয়েরা। তিন দিনব্যাপী বিজু, সাংগ্রাই, বৈসুক ও বিষু মেলা হয় হয়েছে সোমবার থেকে। রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে বৈসাবি উপলক্ষে এ মেলার উদ্বোধন করা হয়।
এদিন বিকাল ৪টার দিকে তিন পার্বত্য জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু মেলার উদ্বোধন করেন। পরে মেলা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক সামসুল আরেফিন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সান্তনা চাকমা, রাঙামাটি শিল্পকলা একাডেমির উপদেষ্টা মুজিবুল হক বুলবুল।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু বলেন, বৈসাবি এই অঞ্চলের মানুষের অন্যতম প্রধান উৎসব। পার্বত্য সাংস্কৃতিক উৎসব ও মেলা আয়োজনের মধ্য দিয়ে পাহাড়ের মানুষের সংস্কৃতিকে সংরক্ষণ করা হচ্ছে।
বৈসাবি উৎসব উপলক্ষে তিন দিনের এ মেলা শেষ হবে আগামী বুধবার। মেলায় পাহাড়ি সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও চিত্রাংকন প্রতিযোগিতা ও পাহাড়ি খাবারের স্টল রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন