পোশাক কারখানার ভেতর শ্রমিকের ঝুলন্ত লাশ

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ভেতর থেকে মমিনুল ইসলাম (২৮) নামের এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে আশুলিয়ার ঘোষবাগ এলাকার সোনিয়া সোয়েটার কারখানার ১১তলা ভবনের পঞ্চম তলার ফ্লোরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই শ্রমিকের লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। নিহত শ্রমিক মমিনুল ইসলাম গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার গিরাই পশিচম পাড়া গ্রামের সবুর হোসেনের ছেলে।
শ্রমিকরা জানায়, গতকাল সোনিয়া সোয়েটার কারখানায় কাজ শেষ করে সব শ্রমিকরা বাড়ি ফিরে যায়। পরে আজ বৃহস্পতিবার সকালে কারখানা চালু হলে শ্রমিকরা ফ্লোরে গিয়ে ঝুলন্ত অবস্থায় ওই শ্রমিকের লাশ দেখতে পেয়ে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শ্রমিকদের দাবি কারখানা ছুটির পরে নিরাপত্তাকর্মীরা কেউ ভেতরে আছে কি না তা চেক করেননি। এ ঘটনায় ওই কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ করেছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে আশুলিয়া থানার ওসি মোহসিনুল কাদির জানান, কিভাবে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন