প্রধানমন্ত্রীকে খোলা চিঠি : ঢাবি দিয়ে মেট্রোরেল নয়

সরকার যানজট নিরসনের জন্য যে মেট্রোরেল চালুর উদ্যোগ নিয়েছে তা উল্টো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানজট বাড়াবে এবং সেইসঙ্গে শব্দদূষণ করবে দাবি করে মেট্রোরেলের রুট পরিবর্তন চান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এজন্য সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে একটি খোলা চিঠিও দিয়েছেন তারা।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ খোলা চিঠি দেয়া হয়। এতে লিখিত বক্তব্য দেন আন্দোলনকারীদের সমন্বয়ক তাইশা তাশরীন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘আমরা মেট্রোরেলের বিরোধিতা করছি না, রুট পরিবর্তনের জন্য আন্দোলন করছি। মেট্রোরেল প্রকল্পরে জন্য আর্কিওলেজিক্যাল সার্ভেটি তৈরি করেছিল গবেষকরা। সেই সার্ভে রিপোর্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে রুট না নিয়ে শাহবাগ-মৎস্য ভবন দিয়ে নেয়ার জন্য সুপারিশ করা হয়েছিল।’
তারা আরো বলেন, ‘মেট্রোরেল প্রকল্পের জন্য যে অফিশিয়াল রিপোর্ট আছে সেখানে ঐতিহাসিক স্থাপনাগুলো চিহ্নিত করা হয়েছে যার ৯০ শতাংশ চারুকলা, টিএসসি ও দোয়েল চত্বরকেন্দ্রিক। টিএসসি এলাকায় ১৮০ মিটার দৈর্ঘ্য, ২০ থেকে ২৬ মিটার প্রস্থের স্টেশন হলে সাংস্কৃতিক কার্যক্রম ব্যাহত হবে। বিশ্ববিদ্যালয়ের কাঠামোগত, স্থাপত্যশৈলী, শিক্ষা ও সহ-শিক্ষা কার্যক্রমের ব্যাঘাত ঘটবে বলেই আমরা এর বিরোধিতা করছি।’
প্রধানমন্ত্রী উন্নতমানের সাউন্ড সিস্টেম ব্যবহার করা হবে বলে যে বক্তব্য দিয়েছেন সে সর্ম্পকে প্রশ্ন করলে তারা বলেন, ‘আমরা এখনো নিশ্চিত নই কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে, কতো পরিসরে ব্যবহার করা হবে। এ বিষয়ে কোনো রিপোর্ট প্রকাশ হয়নি।’
উন্নত বিশ্বের অনেক দেশে বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রোরেল রয়েছে এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, ‘আমাদের ঢাকা শহর অপরিকল্পিতভাবে গড়ে ওঠেছে। উন্নত বিশ্বে ভবনগুলো নিরাপদ দূরত্বে পরিকল্পনা করে তৈরি করা হয়েছে।
মেট্রোরেল হলে যে কম্পন হবে এর ফলে মোকাররম ভবন এলাকায় গবেষণা কার্যক্রম, ল্যাব ব্যবহার ব্যাহত হবে।’ বিকল্প রাস্তা যেহেতু আছে সেজন্য রুট পরিবর্তনের দাবি করেন আন্দোলনকারীরা। এ সময় তারা বুয়েটের অসুবিধার জন্য জন্য মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার পরিবর্তনের কথাও উল্লেখ করেন।
সংবাদ সম্মেলন থেকে আগামী ২০ জানুয়ারি ১১টায় টিএসসি রাজু ভার্স্কয এলাকায় সংহতি সমাবেশের ঘোষণা দেয়া হয়।
এ সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ইমতিয়াজ নাদভী, অনুপম দত্ত, রুদ্র নীল রানা, রিয়াদুল আলম ভূইয়া, হাসিব মো. আশিক উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের “বি” ইউনিটের (মানবিক বিভাগের) ভর্তিবিস্তারিত পড়ুন

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন