সোমবার, মে ৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

প্রাক্তন ব্যাংক কর্মকর্তা কচি টাঙ্গাইলে উদ্ধার

রাজশাহী থেকে অপহৃত ব্যাংক কর্মকর্তা (সাময়িক বরখাস্ত) আক্তারুজ্জামান কচিকে টাঙ্গাইল থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর নাসির গ্যাস স্টেশনের সামনে অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়। ব্যাংক কর্মকর্তা কচির বাবা আফসার উদ্দিন আহমেদ বুধবার বেলা সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে অপহরণকারী চক্রের সদস্যরা তার ছেলে কচিকে ছেড়ে দেয়। এরপর কচি একটি দোকান থেকে মোবাইল ফোনে বিষয়টি পরিবারের সদস্যদের অবহিত করেন। এর প্রেক্ষিতে পরিবারের সদস্যরা উত্তরা থেকে মির্জাপুরের উদ্দেশে রওনা হন। এসময় পরিবারের সদস্যরা ঢাকায় অবস্থান করছিলেন।

তিনি বলেন, ‘আমরা রাত দেড়টার দিকে মির্জাপুরে পৌঁছে কচির সঙ্গে যোগাযোগ করি। এরপর তাকে নিয়ে মির্জাপুর থানায় যাই। বিষয়টি থানাকে অবহিত করার পর প্রয়োজনীয় কাজ শেষে তাকে নিয়ে ঢাকার উত্তরায় নিজের বাড়িতে রওনা দিই।’

পরিবারের সদস্যরা জানান, কচিকে অপহরণের পর কয়েকদিন চোখ বাঁধা অবস্থায় রাখা ছিল। তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। বিকেল সাড়ে ৩টার ফ্লাইটে কচিকে নিয়ে রাজশাহী রওনা হবেন তারা।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার এসআই সেলিম বাদশা বলেন, অপহৃত ব্যাংক কর্মকর্তা কচিকে টাঙ্গাইল থেকে উদ্ধার করা হয়েছে। তার পরিবারের সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। রাজশাহী ফিরলে গণমাধ্যমকর্মীদের এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আক্তারুজ্জামান কচিকে রাজশাহী নগরীর নিউমার্কেটের পশ্চিম সুলতানাবাদ এলাকার একটি গলির মধ্যে নন্দিতা প্রিন্টিং প্রেসের সামনে থেকে অপহরণ করা হয়। অপহরণের পর তার বাবা আফসার উদ্দিন বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। তিনি সর্বশেষ বগুড়া এক্সিম ব্যাংকে কর্মরত ছিলেন এবং অর্থ সংক্রান্ত কিছু জটিলতার কারণে বরখাস্ত হন। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিগত ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন

বুধবারই নান্টু প্রথম তার কলেজ অধ্যক্ষ সাহেবের মুখ দেখেছেন

রাজশাহীর দুর্গাপুর উপজেলার পুরান তাহিরপুর বিএম কারিগরি কলেজ থেকে এবারবিস্তারিত পড়ুন

গোদাগাড়ী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেলে

সমাপনী বৃত্তির ফল জালিয়াতির অভিযোগে কারাগারে পাঠানো হয়েছে রাজশাহীর গোদাগাড়ীবিস্তারিত পড়ুন

  • এবার রাজশাহীতে এবার রান্নাঘরে ১২৫ গোখরা
  • রাজশাহীতে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু
  • থানায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি, প্রতিবাদে সড়ক অবরোধ
  • রাজশাহীতে দেড় কেজি হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার
  • রাজশাহীতে ২য় বিয়ে করলেন মডেল রাউধার বাবা
  • মোটরসাইকেলে যাওয়ার পথে বজ্রপাতে স্কুলশিক্ষকের মৃত্যু
  • রাজশাহীতে ছেলের মাথায় রক্ত দেখে বাবার মৃত্যু
  • রাজশাহীতে কালবৈশাখীর হানা, জনদুর্ভোগ
  • নিহত আ’লীগ নেতার সই জাল করে ১৩ লাখ টাকা তুললেন বড় ভাই!
  • শিক্ষা সফরে ছাত্রীর সঙ্গে ছবি : শিক্ষকের জরিমানা
  • রাজশাহীতে চিকিৎসার নামে অসুস্থ নারীকে ধর্ষণ করেছে কবিরাজ !!
  • ইয়াবা কেনার সময় হাতেনাতে পুলিশের কাছে কলেজ অধ্যক্ষ আটক