প্রেমিকের সঙ্গে অভিসার শেষে দেশে ফিরলেন পরিনীতি
পরিচালক মনীষ শর্মার ছবির মধ্য দিয়েই বলিউডে অভিষেক হয়েছিল পরিনীতি চোপড়ার। আর এই পরিচালক হচ্ছেন পরিনীতির প্রেমিক। তার সঙ্গে তিনি গিয়েছিলেন গোপন অভিসারে। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। জানা গিয়েছে, ছুটিতে রোমে রোমান্টিক মুহূর্ত উপভোগ করেছেন পরিণীতি।
নিউইয়র্কে ইন্ডিপেন্ডেন্স ডে প্যারেডের পরই ইশাকজাদে-র অভিনেত্রী তার প্রেমিক পরিচালক মনীষ শর্মার সঙ্গে রোমে পাড়ি দেন। পরিনীতি এখন কোনও সিনেমা করছেন না। আর মনীষ ফ্যান সিনেমার কাজ শেষ করছেন। আর এই অবসর মুহূর্তটি উপভোগ করতে দুজনে ইতালির রোমে যান।
এমনও গুঞ্জনও ছড়িয়েছিল যে, মনীষের সঙ্গে লিভ-ইন সম্পর্ক রয়েছে পরিনীতির।
ছুটি কাটিয়ে ফিরে কাজও শুরু করেছেন দুজনে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটারে পরিণীতি লিখেছেন, আজ ক্যামেরা কন্ট্রোল শিখলাম। দারুন লাগছে। নিউইয়র্কে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে সেখানকার বেশ কয়েকটি ছবিও পরিণীতি পোস্ট করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন