ফেনীর হাসপাতালে কলেজছাত্রীর মৃত্যুর ঘটনায় মানববন্ধন
ভুল চিকিৎসায় হাসপাতালে ফেনী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্রী জান্নাতুল ফেরদাউস সোনিয়া ও তাঁর নবজাতকের মৃত্যুর অভিযোগ এনে ফেনীতে মানববন্ধন হয়েছে।
আজ রোববার সকালে ফেনী সরকারি কলেজগেটে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে অভিযোগ করা হয়, সন্তানসম্ভবা সোনিয়া গত বৃহস্পতিবার রাতে ফেনী শহরের মডার্ন সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন। সে সময় হাসপাতালে কোনো চিকিৎসক ছিলেন না। স্বজনরা তাঁকে অন্যত্র স্থানান্তরের চেষ্টা করলে হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক আসবে বলে সোনিয়াকে স্থানান্তরে বাধা দেয়। এর পর বৃহস্পতিবার রাতে সোনিয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মৃত সন্তানের জন্ম দেন। এরপর অতিরিক্ত রক্তক্ষরণে সোনিয়ার মৃত্যু হয় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
এ ঘটনায় ফেনী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক (ডিসি) ও সিভিল সার্জন বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। এতে সোনিয়াকে হত্যা করা হয়েছে দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষের বিচার চাওয়া হয়।
মানববন্ধনে ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
দিঘীর পানিতে ডুব দিয়ে উঠলো লাশ হয়ে
ফেনী: জেলা শহরের প্রাণ কেন্দ্রে রাজাঝির দিঘী থেকে অজ্ঞাত (২০)বিস্তারিত পড়ুন
ফেনীতে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় গৃহকত্রী গ্রেপ্তার, মামলা
ফেনীতে শিশু গৃহকর্মী আমেনার ওপর নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রী আফরোজা বেগমকেবিস্তারিত পড়ুন
ফেনীতে একরাম হত্যার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার অভিযোগপত্রভুক্তবিস্তারিত পড়ুন