“বন্দুক ভাঙ্গা ইউপি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ক্লিনিকে দুর্ভোগ”

সুপ্রিয় চাকমা শুভ, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি :
রাঙ্গামাটি সদর উপজেলাধীন বন্দুক ভাঙ্গা ইউনিয়নের ভারবোয়াচাপ গ্রামে বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর অধীনে নির্মান করা হয় স্বাস্থ্য সেবা কেন্দ্র। এমনকি
স্বাস্থ্য সেবা কেন্দ্রে সরকারি ভাবে নিয়োগ দেওয়া হয় বিভিন্ন পদের স্বাস্থ্য কর্মী। কিন্তু এহেন কর্মীদের দ্বারা স্বাস্থ্য ক্লিনিকটি পরিচালনা করা হচ্ছে যা স্বাস্থ্য সেবা কেন্দ্র নামে পরিচয়, তা সকলে ভুলে যাওয়ার মত অবস্থায় বিদ্যামান হয়েছে।
এলাকাবাসী ও গন্যমান্য মুরুব্বিরা মতামত প্রকাশ করে বলেন, আমরা স্বাস্থ্য সেবা কেন্দ্র পাওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে কৃতজ্ঞতা স্বীকার জ্ঞাপন করছি। কিন্তু স্বাস্থ্য সেবা নামে আমরা ও এলাকাবাসী কোন প্রকার সেবা পাচ্ছিনা। তাদের স্বাস্থ্য সেবা কেন্দ্রে না আসার ব্যাপারে তাদের সাথে মতবিনিময় করার ফলে তারা কোন প্রকার জবাব দিহিতা করতে রাজি হননি। সেজন্য আমরা প্রথমে বন্দুক ভাঙ্গা ইউপি চেয়ারম্যানকে অভিযোগ করি।
এবং স্বাস্থ্য কর্মীদের নাম উল্লেখ করি। স্বাস্থ্য কর্মী মোট ৮ জন রয়েছেন।
স্বাস্থ্য কর্মীরা হলেন,
* বিনা ধর -( উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার),
* দিলীপ চাকমা- (পরিবার পরিকল্পনা পরিদর্শক),
* রুপালী দেওয়ান-(পরিবার পরিকল্পনা সহকারি),
* বিনতা চাকমা-(পরিবার পরিকল্পনা পরিদর্শক),
* ভূমিকা চাকমা – (পরিবার পরিকল্পনা পরিদর্শক),
* নিহারিকা চাকমা -( পরিবার পরিকল্পনা সহকারী),
* কমোলেনি চাকমা -(আয়া),
* চন্দ্রশেখর ত্রিপুরা-(নৈশপ্রহরী),
এছাড়া গ্রামবাসীরা আর ও জানান, বন্দুক ভাঙ্গার ভারবোয়াচাপ ও অন্যন্যা গ্রামের জনগন “স্বাস্থ্য সেবা” কেন্দ্রের কর্মীদের উপর বিভিন্ন ভাবে অভিযোগ ব্যক্ত করেন। বন্দুক ভাঙ্গা ইউপিতে এমন একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়ে আমরা অনেক আনন্দিত । কিন্তু দুঃখের বিয়য় হলো আমরা পর্যাপ্ত পরিমানে সেবা থেকে বঞ্চিত। গর্ভবতী মহিলার সেবা , পোলিও টিকা, ও জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ঔষুধসহ ইত্যাদি থেকে আমরা কোন প্রকার সেবা পাচ্ছিনা বলেই চলে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ইউপি চেয়ারম্যানকে অভিযোগ ও সমস্যা নিয়ে অবগত করি। কিন্তু অভিযোগের পরই কোন প্রকার সুরাহা পাওয়া হয়নি।
এদিকে এলাকার ৫ নং বন্দুক ভাঙ্গা ইউপি ৫ নং ওয়ার্ডের সদস্য জ্যোতিময় চাকমাকে জিজ্ঞাসাবাদে তিনি বলেন, আমি এই স্বাস্থ্য সেবার উপর অভিযোগ আমল দিয়েছি। তাছাড়া অনেক মাস হল স্বাস্থ্য কর্মীরা সেবা কেন্দ্রে উপস্থিত হচ্ছেনা। বহুবার শুনেছি সাধারন জনগনের মুখে স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ। কিন্তু আমার করার কিছু নেই। তবে আমি এ বিষয় নিয়ে বন্দুক ভাঙ্গা ইউপি চেয়ারম্যানকে অবগত করি।
বন্দুক ভাঙ্গা ইউপি চেয়ারম্যান বরুনকান্তি চাকমা বলেন, কোন জায়গায় কি রকম অসুবিধা হচ্ছে সাধারন জনগন কোন প্রকার অভিযোগ না করলে আমি তা সহজেই জানতে পারিনা। তবে কিছুদিন আগে বন্দুক ভাঙ্গা এলাকাবাসীর পক্ষ থেকে স্বাস্থ্য সেবী কর্মচারীদের বিষয়ে আমাকে সরাসরি অভিযোগ করা হয়। এবং আমি তদারকি করে জানতে পারি প্রায় ৫-৬ মাস কোন প্রকার স্বাস্থ্য সেবা পাইনি অত্র এলাকাবাসী সহ বিভিন্ন ধরনের রোগী। কিন্তু স্বাস্থ্য কর্মীদের এ সমস্যা নিয়ে মতবিনিময় করলে স্বাস্থ্য কর্মীরা তা অস্বীকার করেন।স্বাস্থ্য কর্মীদের অবগত করলে তারা বলেন “আমরা প্রতিদিন স্বাস্থ্য ক্লিনিকে জনগনকে সেবা প্রদান করছি।
এব্যাপারে স্বাস্থ্য ক্লিনিকের দিলীপ চাকমা- (পরিবার পরিকল্পনা পরিদর্শক) বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সম্পূর্ন মিথ্যা। আমরা সকল স্বাস্থ্য কর্মীরা প্রতিদিন( সরকারি ছুটি বাদে) স্বাস্থ্য ক্লিনিকে সেবা দিয়ে আসতেছি। আমাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ সম্পূর্ন ভুল ও বানোয়ার।
রাঙ্গামাটি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে তদারকি করলে এক কর্মকর্তা ও মহিলা কর্মী ( নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, রাঙ্গামাটি সদর উপজেলাতে বন্দুক ভাঙ্গা ইউপি স্বাস্থ্য ক্লিনিক শুধু নাম মাত্র স্বাস্থ্য ক্লিনিক হিসেবে পরিচিত। অনেক কর্মচারী শুধুমাত্র বসে বসে ভেতন ভাতা পকেটে ডুকাচ্ছে। আমরা কিছু ববলতে পারছিনা তাদের এহেন কর্মকান্ড গুলো বিষয়ে জানা স্বত্বেও। কেননা আমরাও চাই সাধারন জনগন প্রকৃত স্বাস্থ্য সেবা যেন পেয়ে থাকে।
সুপ্রিয় চাকমা শুভ
প্রিয়
এই সংক্রান্ত আরো সংবাদ

সাজেকে ডাম্প ট্রাক উল্টে ৬ শ্রমিক নিহত
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে শিজকছড়া-উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রিবিস্তারিত পড়ুন

ভূমিধসে তিন সন্তানকেই হারালো যে দম্পতি
বান্দরবান শহর থেকে দুতিন কিলোমিটার দূরবর্তী এক পাহাড়ী গ্রাম লিমুভিরি।বিস্তারিত পড়ুন

৫ জুন রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধ
শুক্রবার রাঙামাটির লংগদুতে এক যুবলীগ নেতাকে হত্যার ঘটনার জের ধরেবিস্তারিত পড়ুন